খেলাধুলা

হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন জকোভিচ, হারালেন শীর্ষস্থান

হাঁটুর ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নোভাক জকোভিচ। সোমবার চতুর্থ রাউন্ডে ফ্রান্সিসকো সেরুনদোলোর বিপক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে জেতার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। সেই ইনজুরির কারণে শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিতে হলো।

ইনজুরির কারণে আজ মঙ্গলবার (০৪ জুন, ২০২৪) কোয়ার্টার ফাইনাল খেলা হলো না জকোভিচের। তাতে করে ওয়াক-ওভার পেলেন কাসপার রুড। চলে গেলেন সেমিফাইনালে। আর জকোভিচ চলে গেলেন ফ্রেঞ্চ ওপেনের বাইরে।

জকোভিচ ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ায় র‌্যাংকিংয়ে নতুন নাম্বার ওয়ান তারকা হয়েছেন জানিক সিনার।

জকোভিচের ইনজুরির এমআরআই করানো হয় আজ। সেখানে দেখা যায় তার ডান হাঁটুতে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে সময় লাগবে। তাতে করে ফ্রেঞ্চ ওপেন তো বটেই ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া উইম্বলডন চ্যাম্পিয়নশিপে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।