খেলাধুলা

নেপালকে উড়িয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের

গ্যালারিতে লাল-নীল জার্সির সমারোহ। একটু পরপরই উঠছে মেক্সিকো ওয়েব। মাঠে নেপাল খেলছিল। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম রীতিমত তাদের সমর্থকদের দখলে। জার্সি তো আছেই সঙ্গে নেপালের পতাকা হাওয়ায় ভাসছিল। একটুও বোঝার উপায় ছিল না, খেলাটা নেপালের বাইরে হচ্ছিল। গ্যালারিতে দর্শকদের পারফরম্যান্স একশতে একশ হলেও মাঠে নেপালের পারফরম্যান্স ঠিক উল্টো।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে একদমই পেরে উঠল না তারা। নেদারল্যান্ডসের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানে অলআউট নেপাল। জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৬ উইকেটের জয়ে শুরু করলো ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ত্রিশ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। তবে খেলা শুরু হয় যথাসময়েই। আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া নেপাল ২২ গজে ভালো কিছুই করতে পারেননি।

৫৩ রান যোগ করতেই তাদের অর্ধেক ব্যাটসম্যান ড্রেসিংরুমে। শুরুর চার ব্যাটসম্যানের মধ্যে কেবল অনিল শাহ ‍দুই অঙ্কে যেতে পারেন। বাকিরা সিঙ্গেল ডিজেটেই আউট। পাঁচে নামা অধিনায়ক রোহিত পাউডেল ৩৭ বলে ৩৫ রান করে হন দলের টপ স্কোরার। ৫ বাউন্ডারিতে সাজান তার ইনিংস। শুরুর পর মিডল অর্ডার ব্যাটসম্যানরাও উইকেটে এসেছেন আর বিদায় নিয়েছেন। নেপাল ব্যাটিংয়ে যা লড়াই করে শেষ দিকে।

গুলশান ঝার ১৪ ও কারানের ১৭ রানে তাদের স্কোর শতরান পেরিয়ে যায়। বল হাতে নেদারল্যান্ডসের সেরা টিম প্রিঙ্গেল ও লোভান ফন বিক। দুজন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ম্যাকেরেন ও বাস ডি লিড। ১২০ বলে লক্ষ্য ১০৭। ডাচরা শুধু নেপালই নয়, জয় পায় গ্যালারির সমর্থকদের বিপক্ষেও। তাদের চুপ করিয়ে দেওয়ার কাজটা সহজ করে দেন ম্যাক্স ও’ডউড।

দায়িত্বশীল ৫৪ রানের ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংস। সঙ্গে যোগ হয় বিক্রমজিত সিংহের ২২ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ১৪ রানের অবদান। নেপাল ব্যাটিংয়ে তেমন কিছু করতে না পারলেও বোলিংয়ে ৪ উইকেট নিয়ে কিছুটা মান রেখেছে। সোপাল কামি, দীপন্দ্রা ও অবিনাশ ১টি করে উইকেট পেয়েছেন।