খেলাধুলা

যুক্তরাষ্ট্রের লিগে অস্ট্রেলিয়ান অধিনায়ক

ক্রিকেটের দিকে বেশ ঝুঁকে পড়েছে যুক্তরাষ্ট্র। ব্যাট-বলের খেলায় উন্নতির দিকে নজর দিয়েছে দেশটি। তারই ধারাবাহিকতায় দেশটি আয়োজন করছে মেজর লিগ ক্রিকেট। তাতে একে একে যোগ দিচ্ছেন বিশ্বের নামিদামি সব তারকা। এবার যোগ দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স।  

কামিন্সকে দলে নিয়েছে ফ্র্যান্সিসকো ইউনিকর্নস। অজি ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে মঙ্গলবার (৫ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফ্র্যান্সিসকো। তাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের লিগটিতে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কামিন্স। ২০২৭ সাল পর্যন্ত এই দলের জার্সিতে দেখা যাবে ৩১ বছর বয়সী পেসারকে।

কামিন্স সবসময় জাতীয় দলকেই সবার আগে প্রাধান্য দেন। এখন পর্যন্ত দেশের বাইরে শুধু আইপিএলই খেলেছেন তিনি। দেশের বিগ ব্যাশ লিগেও ২০১৮-১৯ মৌসুমের পর আর দেখা যায়নি তাকে। ফলে মেজর লিগেও চার বছরের চুক্তির মধ্যে কতদিন কামিন্সকে পাওয়া যাবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

স্যান ফ্র্যান্সিসকো দলে স্বদেশি জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে সতীর্থ হিসেবে পাচ্ছেন কামিন্স। এছাড়া বাকি দলগুলোর মধ্যে টেক্সাস সুপার কিংসে আছেন মার্কাস স্টয়নিস। ওয়াশিংটন ফ্রিডমে আছেন আরও তিন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ।

বাংলাদেশের তারকা সাকিব আল হাসানকে দলে নিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ডেভিড মিলারও আছেন একই দলে। এমআই নিউ ইয়র্ক দলে নিয়েছে আনরিখ নরকিয়া, রোমারিও শেফার্ডকে। টেক্সাসে আছেন এইডেন মারক্রাম, ড্যারেল মিচেলরা। এরই মধ্যে লিস্ট-এ স্ট্যাটাস পেয়েছে মেজর লিগ।