খেলাধুলা

আরেকটি শিরোপার সামনে আলকারাজ

ফেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তবে টিকে ছিলেন কার্লোস আলকারাজ। দুর্দান্ত দাপট দেখিয়ে ফাইনালেও পৌছে গেছেন এই স্প্যানিশ। ইয়ানিক সিনারকে প্রথম সেমি-ফাইনালে ২-৬, ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে জয় নিশ্চিত করেন তৃতীয় বাছাই আলকারাজ।

শুক্রবার (৭ জুন) পুরুষ এককে প্রথম সেমিতে ৪ ঘণ্টা ৯ মিনিট স্থায়ী হয় এই লড়াই। ম্যাচের শুরুটা একেবারেই ভালো হলো না। তাতে তিন সেটের মধ্যে ২-১ এ পিছিয়ে হারের শঙ্কায় পড়ে গেলেন আলকারাজ। তবে কোণঠাসা অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন তিনি। পৌছে গেলেন আরেকটি শিরোপার মঞ্চে।

সিনারের এই পরাজয়ের মধ্যে দিয়ে ফ্রেঞ্চ ওপেন হারালো পুরুষ এককের দুই শীর্ষ বাছাই। কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে চোটের ছোবলে সরে দাঁড়ান র‌্যাঙ্কিংয়ের এক নম্বর নোভাক জকোভিচ। এবার আলকারাজের কাছে হেরে বিদায় নিলেন সিনার।

শিরোপা লড়াইয়ে আগামী রোববার চতুর্থ বাছাই আলেক্সান্ডার জেভেরেভের মুখোমুখি হবেন ২১ বছর বয়সী আলকারাস। আরেক সেমি-ফাইনালে নরওয়ের সপ্তম বাছাই কাসপের রুডকে ২-৬, ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারান জার্মানির জেভেরেভ।