ইউরো ২০২৪-এ গ্রুপপর্বের তিন ম্যাচের কোনোটিতে গোল খায়নি স্পেন।শে ষ ম্যাচে আল বেনিয়াকে হারিয়ে স্প্যানিশরা তিনে তিন পূর্ণ করেছে।
ইতালির পর দ্বিতীয় কোনো দল হিসেবে গ্রুপপর্বে ক্লিনশিট থাকার কৃতিত্ব অর্জন করে স্পেন। ২০২০ সালে ইতালি গ্রুপপর্বে কোনো হজম করেনি। সেবার তারা চ্যাম্পিয়ন হয়।
ক্রোয়েশিয়া-ইতালির পর স্পেন এবার হারিয়েছে আলবেনিয়া। ফেরান টরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ফুরিরা।
ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরোর শুরু, মাঝে ১-০ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে স্পেন। সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে পা রেখেছে দলটি।
এই নবমবার আল বেনিয়ানদের মুখোমুখি হয়েছে স্পেন। প্রত্যেকবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। কোনো ম্যাচ না জিতেই আলবেনিয়া দ্বিতীয়বারের মতো ইউরো থেকে বিদায় নিয়েছে।
১ জুলাই শেষ ষোলোর ম্যাচ খেলতে নামবে স্পেন। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।