কোপা আমেরিকার প্রথম ম্যাচে নিজেদের খুঁজে পায়নি ব্রাজিল। এক পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলে প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়েছে তারা। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। অন্যটি করেছেন সাবিনহো।
প্রথমার্ধে ৫৫ শতাংশ বল দখলে রাখে ব্রাজিল। বিপরীতে ৪৫ শতাংশ বল নিজেদের কাছে রাখে প্যারাগুয়ে। ব্রাজিল ১১টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে যার তিনটি জাল খুঁজে নেয়। অপরদিকে প্যারাগুয়ে ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলে একটিও জাল খুঁজে পায়নি।
আজ শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম ম্যাচের শুরুতেই আক্রমণ করে ব্রাজিল। তবে দ্বিতীয় মিনিটে করা লুকাস পাকোতার আক্রমণ লক্ষ্যে থাকেনি। এর চার মিনিট পর মিস করেন জোয়াও গোমেজ।
সপ্তদশ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। কর্নার থেকে থেকে উড়ে আসা বল জায়গায় পেয়ে শট নিয়েছিলেন আলেক্স আর্কে। তবে দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাজিলের অতন্দ্র প্রহরী আলিসন বেকার।
দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে এই মিসের মহড়ায় ৩১তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আন্দ্রেস কুবাসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি পাকোতা।
পেনাল্টি মিসের চার মিনিট বাদেই অবশ্য এগিয়ে যায় ব্রাজিল। দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। পাকোতার কাছ থেকে পাস পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ তারকা। বিরতির আগে প্যারাগুয়ের জালে দ্বিতীয় গোলটি দেন সাবিনহো।
দুই গোলে এগিয়ে থেকে যখন বিরতিতে যাওয়ার নিয়ত করছে ব্রাজিল, ঠিক তখনই আরেকবার প্যারাগুয়ের জাল কাঁপিয়ে দেন ভিনিসিউস। বাম প্রান্ত থেকে বল নিয়ে এসে ডান পায়ের কোনাকুনি শটে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা।