খেলাধুলা

লার্মার গোলে এগিয়ে বিরতিতে ১০ জনের কলম্বিয়া

ম্যাচের শুরুতেই দেখা মিললো উত্তাপের, রেফারিকে তটস্থ থাকতে হলো সারাক্ষণ, একপর্যায়ে দেখাতে হলো লাল কার্ড। কলম্বিয়া ও উরুগুয়ের মধ্যকার কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল ঠিক এতোটাই উত্তাপ ছড়ালো। অবশ্য প্রথমার্ধের বিরতির আগে এগিয়ে থাকলো জেমস রুদ্রিগেজের দলই। জেফারসন লার্মার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে তারা।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়ে যায়। উরুগুয়ের ৫৪ শতাংশ বল দখলের বিপরীতে ৪৬ শতাংশ বল নিজেদের কাছে রাখে কলম্বিয়া।

ম্যাচে ৪টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি উরুগুয়ে। বিপরীতে ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখে ১টি গোল আদায় করে নেয় কলম্বিয়া। ম্যাচে শুরু থেকেই ছিল ফাউলের ছড়াছড়ি। তাতে প্রথমার্ধে উরুগুয়ে প্রথমার্ধে ৬টি ফাউল করে, কলম্বিয়ার ফাউল ১০টি। দুই দল ১টি করে হলুদ কার্ড দেখলেও কলম্বিয়া বিরতির ঠিক আগে লাল কার্ড খায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণটা করেন কলম্বিয়ার জন অ্যারিস। তার শট বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ষোড়শ মিনিটে আরেকটি মিস করেন লার্মা। সপ্তদশ মিনিটে প্রথম আক্রমণ করে উরুগুয়ে। তবে সেই শটে লক্ষ্য খুঁজে পাননি দারউইন নুনেজ।

এর মাঝেই ২৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের নিকোলাস দে লো ক্রুজ। তার পথ ধরে ৩১ মিনিটে একই কার্ড দেখেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। এর আট মিনিট বাদেই এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে কলম্বিয়া।

ডান কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়া অধিনায়ক রুদ্রিগেজ। গোলপোস্ট থেকে তিন হাত দূরের অবস্থানে ছিলেন লার্মা। উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে উঠে মাথাটা ছুঁইয়ে দেন তিনি। এগিয়ে যায় কলম্বিয়া। কিছুই করার ছিলো না উরুগুয়ে গোলরক্ষকের।

এগিয়ে যাওয়ার পরপরই শনির দশা ভর করে কলম্বিয়ার ভাগ্যে। প্রথমার্ধের সময় শেষ, যোগ করা সময়ের খেলা চলছে। ঠিক তখনই লাল কার্ড দেখেন মুনোজ। যোগ করা সময়ের প্রথম মিনিটেই উরুগুয়ের একজনকে কড়া ট্যাকলের মাশুল হিসেবে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।