খেলাধুলা

কোহলি-রোহিতকে ছাড়াই মিশনে নামছেন গম্ভীর

জুলাইয়ের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সাদা বলের সিরিজ দিয়ে শুরু হচ্ছে গৌতম গম্ভীরের কোচিং মিশন। ইতোমধ্যে তাকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তবে এই মিশনের শুরুতে পাচ্ছেন না বিরাট কোহলি-রোহিত শর্মাসহ তিন সিনিয়র ক্রিকেটারকে। আরেকজন হলেন পেসার জাসপ্রীত বুমরাহ। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

বিসিসিআই সূত্র জানায়, ‘সামনের পুরো মৌসুমের জন্য সিনিয়র ক্রিকেটাররা যাতে পূর্ণ প্রস্তুত হতে পারে তাই বিশ্রাম দেওয়া হচ্ছে। রোহিত-বিরাট-বুমরাহকে বিশ্রাম করার জন্য বলা হয়েছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে তারা যোগ দেবেন।’

পাল্লেকেলে ও কলম্বোয় সিরিজ দুটি অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই টি-টোয়েন্টি দিয়ে পাল্লেকেলেতে শুরু হবে সিরিজ। বাকি দুই ম্যাচ একই মাঠে ২৭ ও ২৯ জুলাই। আর কলম্বোয় ওয়ানডে সিরিজ হবে ১, ৪ ও ৭ আগস্ট। 

সেপ্টেম্বরে বাংলাদেশের পর ভারত আথিতেয়তা দেবে নিউ জিল্যান্ডকে। এরপর উড়াল দেবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ায়। অজিদের বিপক্ষে রয়েছে ৫ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ।