খেলাধুলা

অভিষেকে ১২ উইকেট শিকারে ১৩৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন অ্যাটকিনসন

একদিকে জেমস অ্যান্ডারসন সূর্য অস্ত গেল। অন্যদিকে গাস অ্যাটকিনসন সূর্যের উদয় হলো। লন্ডনে জন্মগ্রহণ করা অ্যাটকিনসনের অভিষেক হলো লর্ডস টেস্টে। আর অভিষেক টেস্টেই ১২ উইকেট শিকার করে ১৩৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন এই তরুণ পেসার।

১৮৯০ সালে ইংল্যান্ডের পেসার ফ্রেড মার্টিন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১০২ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। তার ১৩৪ বছর পর লর্ডসে আরেক ইংলিশ পেসার অ্যাটকিনসন ১০৬ রান দিয়ে নিলেন ১২ উইকেট। যা অভিষেক টেস্টে কোনো পেসারের তৃতীয় সেরা বোলিং ফিগার।

১৯৭২ সালে এই লর্ডসেই অস্ট্রেলিয়ার বব মাসি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ১৩৭ রান দিয়ে নিয়েছিলেন রেকর্ড ১৬ উইকেট।

তাদের পেছনে জায়গা করে নেওয়া অ্যাটকিনসন ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে ১২ ওভারে ৪৫ রান দিয়ে ৭টি উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৬১ রান দিয়ে ৫টি উইকেট নেন। উভয় ইনিংসে ফাইভার নেওয়া ১২ জন টেস্ট বোলারের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন তিনি।

তার দুর্দান্ত বোলিংয়ে অ্যান্ডারসনের বিদায়ী লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে জয় পেয়েছে।