কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে। পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারকে এই প্রতিযোগিতায় খেলতে দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় আছেন দলটির অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। এই তিন ক্রিকেটারকে পিসিবি অনাপত্তিপত্র দেবে না তা মোটামুটি নিশ্চিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে বাজে পারফরম্যান্সের কারণে তাদেরকে কানাডায় খেলার অনুমতি দিবে না পিসিবি। বাবরের খেলার কথা ভ্যাঙ্কুবার নাইটসের হয়ে। রিজওয়ানও রয়েছেন একই দলে। আফ্রিদিকে দলে নিয়েছে টরেন্টো ন্যাশনালস।
জানিয়ে রাখা ভালো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো গ্লোবাল টি-টোয়েন্টিকে অনুমোদন দেয়নি। পিসিবি তাদের তারকা ক্রিকেটারদের না ছাড়ার পেছনে সেটাও একটা কারণ থাকতে পারে। তারা সবাই পিসিবির কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার। তাদের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট নিয়েও তাই ভাবতে হচ্ছে পাকিস্তানকে। জাতীয় দলের জার্সিতে পূর্ণ শক্তির এবং ফিট ক্রিকেটারদের চাচ্ছে পিসিবি। এজন্য তাদেরকে সরিয়ে নেওয়ার পক্ষে পিসিবির কর্মকর্তারা। বিশেষ করে তিন ফরম্যাটে যারা খেলা চালিয়ে যাচ্ছে তাদেরকে কানাডায় খেলতে দেওয়ার প্রয়োজনই অনুভব করছে না পিসিবি।
চলতি বছরের অক্টোবর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত পাকিস্তান সাত মাসে ৩৭টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলবে। এছাড়া নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করবে তারা। ব্যস্ত এই সূচির বাইরে আইসিসির অনুমোদিত লিগগুলোতেও খেলার প্রস্তাব থাকবে ক্রিকেটারদের। দেশের জার্সিতে মাঠে নামার পর সেগুলো খেলার পর্যাপ্ত সুযোগ পাবে কিনা সেটা নিয়েই শঙ্কা থাকবে। সেজন্য বেছে বেছে তাদের খেলানোর পরামর্শ পিসিবির।