খেলাধুলা

পথ আলাদা হয়ে গেল পন্টিং-দিল্লির

সাত মৌসুম আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব পালনের পর সরে গেলেন রিকি পন্টিং। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় পন্টিং এ খবর নিশ্চিত করেন। ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালস নামকরণ করা হয় দিল্লি ফ্র্যাঞ্চাইজির। সেই থেকে পন্টিং এই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে তার দল পৌঁছে গিয়েছিল ফাইনালে। এছাড়া বেশ কয়েকটি মৌসুমে দারুণ ক্রিকেট খেলে তার অধীনে। গিয়েছিল কোয়ালিফায়ার ২ পর্যন্ত।

পন্টিংয়ের পোস্টের পর দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল পেজে লিখে, ‘প্রিয় রিকি, আপনি হেড কোচ থেকে আমাদের ছেড়ে পরবর্তী গন্তব্যে বিদায় নিচ্ছেন। এই মুহূর্তটি ব্যাখ্যা করার মতো কোনো শব্দ আমাদের নেই। চারটি বিষয় আপনি সর্বদা আমাদের বলেছেন, যত্ন, প্রতিশ্রুতি, মনোভাব এবং প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি এটাই আমাদেরকে সাতটি মৌসুম এক করে রেখেছিল। কোচ সব কিছুর জন্য ধন্যবাদ। আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। চলুন এখানেই এটা  সমাপ্ত করি। একটা বিয়ার হাতে নেই। আগামীকালের কাজে মনোযোগ দেই।’

নতুন কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালস কাকে বেছে নেবে তা এখনও ঠিক করেনি। হেড কোচ পরিবর্তন করলেও বাকিদের থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলের ডিরেক্টর হিসেবে আছেন সৌরভ গাঙ্গুলি, সহকারী কোচ প্রবীণ আম্রে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু জর্জি।