খেলাধুলা

৬ ফুটবলারের দখলে এক গোল্ডেন বুট

ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর গোল্ডেন বুট পেয়েছেন ছয় ফুটবলার। দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন ইংল্যান্ডের হ্যারি কেন ও স্পেনের দানি অলমো। কিন্তু দুজনের কেউ ফাইনালে গোল করতে না পারায় গোল্ডেন বুট পেয়েছেন সর্বোচ্চ ৩ গোল করে দেওয়া ৬ ফুটবলার!

যেকোনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিয়ে থাকে বাড়তি আকর্ষণ। ইউরোর গোল্ডেন বুট পাচ্ছেন কে? এমন আলোচনা শুরু হয়েছিল ফাইনালের আগে থেকে। ফাইনালের আগের সমীকরণই শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

কেন-অলমো ছাড়া বাকি চার ফুটবলার হলেন নেদারল্যান্ডসের কডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে ও স্লোভাকিয়ার ইভান শ্রানজ।

ইউরোর নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে অলমো-কেনের মাঝে কেউ গোল না দিলে গোল্ডেন বুট পাবেন ৬ ফুটবলারই। ফাইনালের অ্যাসিস্ট কিংবা কত সময় খেলেছে এটা হিসেব করা হবে না।  সেই মোতাবেক ৬ জনের মাঝে ভাগ হয় এক গোল্ডেন বুট।

ইউরোর ইতিহাসে নকআউটে  সর্বোচ্চ ৯ গোল দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। কিন্তু ফাইনালে নিস্প্রভ কেন দলকে জেতাতে পারলেন না, সঙ্গে এককভাবে গোল্ডেন বুটও পেলেন না!