বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। রোববার পাল্লেকেল্লেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও ব্যাট হাতে কড়া দাপট দেখিয়েছে ‘মেন ইন ব্লুরা’। আগের ম্যাচে দুইশর বেশি রান করেছিল তারা। গতকাল শ্রীলঙ্কার দেওয়া কঠিন লক্ষ্যও চোখের পলকে তাড়া করে ভারত।
আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৬১ রান করে। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ লম্বা সময় বন্ধ থাকে। ডাক ওয়ার্থ লুইস আইনে খেলা শুরু হলে ভারত ৮ ওভারে ৭৮ রানের লক্ষ্য পায়। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তেমন বড় না হলেও মাঝে মাঝে কঠিন হয়ে যায়।
কিন্তু শ্রীলঙ্কার বোলাররা এদিন ভারতের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৬.৩ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮১ রান তুলে জয় নিশ্চিত করে। ব্যাটিং ইয়াসভি জসওয়াল ১৫ বলে ৩০ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। অধিনায়ক সূর্যকুমার যাদব ১২ বলে ২৬ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। ২৪৪.৪৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ম্যাচটা সহজ করে দেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২২ রান করেন ৩ চার ও ১ ছক্কায়।
হাসারাঙ্গার করা ষষ্ঠ ওভারটি ছিল টার্নিং পয়েন্ট। ওই ওভারে ১৮ রান তুলে ভারত। এর আগে হাসারাঙ্গার প্রথম ওভারেও ১৬ রান পায় সফরকারীরা। সব মিলিয়ে দুই ওভারে লেগ স্পিনার একাই দেন ৩৪ রান।
তবে ভারতের জয়ের নায়ক হয়েছেন লেগ স্পিনার রবি বিস্মনয়। ২৬ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন আর্শদ্বীপ, অক্ষর ও হার্দিক।
ব্যাটিংয়ে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন কুশল পেরেরা। ৩৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান কুশল। এছাড়া পাথুম নিশাঙ্কা ৩২ ও কুমিন্দু মেন্ডিস ২৬ রান করে অবদান রাখেন। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।
মঙ্গলবার একই মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন শ্রীলঙ্কার। ভারত বিশ্বকাপ জেতার পর সিরিজ জিতে শুরুটা ভালো করেছে। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে পারলে গৌতম গম্ভীরের দলের ষোলোকলা পূর্ণ হবে।