বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের দলে রাখা হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হককে। তারা দুজনে খেলবেন প্রথম চারদিনের ম্যাচ।
এ ছাড়া টেস্ট দলের নিয়মিত মুখ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, হাসান মাহমুদকেও রাখা হয়েছে প্রথম ম্যাচের দলে। প্রথম ম্যাচের পর তারা যোগ দিতে পারেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে।
মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি করে এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ৬ অগাস্ট ‘এ’ দলের দেশ ছাড়ার কথা রয়েছে।
ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে ১৭ অগাস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচের দলে টেস্ট দলের নিয়মিত সদস্যদের মধ্যে আছেন একমাত্র শাহাদাত। চার দিনের ম্যাচ শেষে ২৩, ২৫ ও ২৭ অগাস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচগুলোও হবে ইসলামাবাদে।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
ওয়ানডে সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।