খেলাধুলা

মেয়েকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া

কাতার বিশ্বকাপের সময় অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষটা আর্জেন্টিনার কাটাতে চান। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলতে চান। তবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। মেয়েকে হত্যার হুমকির পর নিরাপত্তা শঙ্কায় জন্মভূমিতে ফিরছেন না এই উইঙ্গার।

রোজারিও আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর। সাম্প্রতিক সময়ে এ শহরে গ্যাংভিত্তিক অপরাধের বিস্তার ঘটেছে। তারই জেরে বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে ডি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এরপর থেকেই নিরাপত্তার শঙ্কায় ভুগছেন তিনি। অবশেষে জন্মভূমিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টিনার টিভি স্টেশন ‘রোজারিও ৩’-কে ডি মারিয়া বলেছেন, ‘আমাদের বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে করে বুলেটবিদ্ধ শূকরের মাথার সঙ্গে চিরকুট পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

ডি মারিয়ার কাছে সবার আগে পরিবার। পরিবারের ‘শান্তি ও সুখ’ রক্ষাই তার প্রথম লক্ষ্য জানিয়ে ডি মারিয়া আরও বলেছেন, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না।’

এর আগেও অবশ্য হুমকি পেয়েছেন ডি মারিয়া। গত মার্চে তার বসবাসরত এলাকায় একটি চিরকুট পাঠানো হয়। সেই চিঠিতেও রোজারিওর কোনো ক্লাবে যোগ দিলে ডি মারিয়া এবং তার পরিবারের জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল।

রোজারিওতে ইদানিং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। ব্ল্যাকমেল থেকে অপহরণের ঘটনা পর্যন্ত ঘটেছে। গত বছর রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। শক্তি প্রদর্শনের জন্য হুমকি দিয়ে একটি চিরকুটও রেখে গিয়েছিল তারা।