খেলাধুলা

হান্ড্রেডের পুরো আসরেই ছিটকে গেলেন বাটলার

দ্য হান্ড্রেডের প্রথম তিন ম্যাচ কাফ মাসলের ইনজুরিতে খেলতে পারেননি ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক জস বাটলার। ম্যানচেস্টার অরজিনালসের হয়ে খেলার কথা ছিল তার। যে তিন ম্যাচেই তার দল হেরেছে।

ম্যানচেস্টার অরজিনালসের জন্য দুঃসংবাদ আরও এলো। পুরো আসরেই তারা পাবে না বাটলারকে। ৩৩ বছর বয়সী ক্রিকেটার লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন। ঝুঁকি এড়াতে বাটলার নিজেকে সরিয়ে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে খেলবে ইংল্যান্ড। বাটলার জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন। ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ম্যানচেস্টার অনজিনালসকে নেতৃত্ব দিচ্ছেন।

জানিয়ে রাখা ভালো, বাটলার শেষ মৌসুমে একই চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারেননি। তার পরিবর্তে ম্যানচেস্টার কাকে নেবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি।