শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের কারণে জাতীয় ক্রিকেট দলের রোববারের (০৪ আগস্ট, ২০২৪) অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের বিশ্বস্ত সূত্র রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ক্রিকেটার, কোচদের নিরাপত্তার কারণেই অনুশীলন বাতিল করা হয়েছে।
এছাড়া ঢাকার বাইরে রয়েছেন একাধিক ক্রিকেটার। তারা আজ ঢাকায় আসতে পারেননি। এজন্য কেবল আগামীকালই অনুশীলন বাতিল করা হয়েছে।
জাতীয় দলের বিদেশি সব কোচিং স্টাফ চলে এসেছেন বাংলাদেশে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। এর আগে ডেভিড হ্যাম্প, আন্দ্রে অ্যাডামস বাংলাদেশে এসেছেন। সবশেষ শনিবার রাতে এসেছেন সহকারী কোচ নিক পোথাস।
পাকিস্তানে দুই টেস্ট খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিবিড় অনুশীলন আগামীকাল ৪ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে একাধিক ক্রিকেটার চলে যাবে পাকিস্তানে ‘এ’ দলের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলতে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট পাকিস্তানে খেলবে বাংলাদেশ। ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এর আগে বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েছিল ২০২০ সালে। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশের সাফল্য একমাত্র একটি ড্র। ২০১৫ সালে খুলনায় ওই টেস্ট ড্র হয়েছিল।