বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পিছিয়ে গেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে দেওয়া হয়েছে সফর।
সোমবার (০৫ আগস্ট) সকালে ‘এ’ দলের দেশত্যাগের কথা ছিল। তবে কতদিন বা পরবর্তীতে কবে যাবে সেটা নির্দিষ্ট করে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে রাতে বিসিবি জানিয়েছে কমপক্ষে ৪৮ ঘণ্টা বিলম্ব হতে পারে।
এখন পর্যন্ত ‘এ’ দলের পাকিস্তান সফরের সূচিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দলের ম্যানেজার শরিফুল ইসলাম। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে ‘এ’ দলের।