৪২ দিনের বিরল এবং বিরাট ছুটি পেয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে আপাতত কোনো খেলা নেই ভারতের। তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ। তিন টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে খেলবে দুই টেস্ট। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট।
লম্বা এই ছুটিতে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে দিলিপ ট্রফিতে অংশগ্রহণ করার কথা বলেছেন নির্বাচকরা। যেখানে অংশ নেবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিও। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে।
আগামী ৫ সেপ্টেম্বর নতুন নিয়মে শুরু হবে দিলিপ ট্রফি। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি রোহিত ও বিরাটের নাম খেলোয়াড় তালিকায় দিয়েছে বলেই খবর। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের পর অক্টোবরে নিউ জিল্যান্ডকে তিন টেস্টের জন্য আতিথেয়তা দেবে ভারত।
শুধু রোহিত ও বিরাট নয়; শুভমান গিল, লোকেশ রাহুল, অক্ষর পাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব এবং কুলদীপ যাদবদেরও দিলিপ ট্রফিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছেন নির্বাচকরা। তাদের সঙ্গে ফিরবেন মোহাম্মদ শামিও। গোঁড়ালির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে ক্রিকেট খেলতে পারছেন না শামি। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন।
শামির উন্নতির ব্যাপারে নির্বাচকদের জানানো হয়েছে। ফিটনেসের কতটা উন্নতি হলো, সেটা প্রমাণ করতে তাকে খেলতে হবে অন্ধপ্রদেশ রাজ্যের অনন্তপুরে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দিলিপ ট্রফি। টুর্নামেন্টে কমপক্ষে একটি ম্যাচ দেখে শামির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হতে পারে স্পিন বান্ধব উইকেটে। এজন্য জসপ্রিত বুমরাহকে নাও খেলাতে পারে ভারত। দিলিপ ট্রফিতে জোনাল ফরম্যাট বাদ দেওয়া হয়েছে। অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটি চারটি স্কোয়াড ঘোষণা করবে। ভারত এ, বি, সি এবং ডি। ৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। রোহিত এবং বিরাটকে দেখা যাবে আলাদা দুই দলে।