খেলাধুলা

যোগাযোগ হয়নি, কোথায় আছেন জানি না: পাপন প্রসঙ্গে সুজন

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সবশেষ তিনি সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

পাপনের বর্তমান অবস্থান প্রসঙ্গে কিছুই জানেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।  মঙ্গলবার (১৩ আগস্ট) আবাহনী ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্টের অবস্থান নিয়ে মুখ খোলেন তিনি।

‘না কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনও। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে’ -বলেছেন সুজন। 

সরকার পতনের পর বিসিবির ২৫ পরিচালকের অধিকাংশ আত্মগোপনে। যে কয়েকজন সামনে আছেন তাদের মধ্যে সুজন অন্যতম। আজ বিসিবির আরও কয়েকজন পরিচালকসহ লুটপাট হওয়া আবাহনীর ক্লাব পরিদর্শনে যান সুজন।

বিসিবি সভাপতি না থাকায় বেশ কিছু কার্যক্রম আটকে আছে। এ প্রসঙ্গ এলে সুজন বলেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনও উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই।’

ক্রিকেটাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে। অক্টোবরে যেটি বাংলাদেশে হওয়ার কথা আছে। সুজনও এই প্রসঙ্গে কথা বলেন। 

‘অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি, যে সাপোর্টটা মাঠ, লজিস্টিক যেটা আছে বিসিবি করতে পারবে, বাকিটা সরকারের ওপর যাবে। তারা এটার সিদ্ধান্ত নেবে। উনিও আশ্বস্ত করেছেন, একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা উনি খুবই ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার সঙ্গে কথা বলে দ্রুত চেষ্টা করবেন, যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়।’

‘আমি চাই এটা যেন তাড়াতাড়ি করতে পারে, বিশ্বকাপটা বাংলাদেশে হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে, বিশ্বকাপটা আয়োজন করতে পারলে। না হলে দুর্ভাগ্য বলতে হবে’-আরও যোগ করেন সুজন।