খেলাধুলা

১২২ রানেই অলআউট বাংলাদেশ ‘এ’, লড়লেন কেবল জয়

১২২ রানেই অলআউট বাংলাদেশ ‘এ’, লড়লেন কেবল জয়

পাকিস্তান শাহীন্সের বিপক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচ। ইসলামাবাদে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসে ধ্বস নামান পাকিস্তান শাহীন্সের পেসার নাসিম শাহ ও মীর হামজা। নাসিম ৮.৩ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। হামজা ১১ ওভারে ৩ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আর মোহাম্মদ রমিজ জুনিয়র ১১ ওভারে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে ২টি উইকেট পান।

ব্যাট হাতে বাংলাদেশের মাহমুদুল হাসান জয় ৯ চারে সর্বোচ্চ ৬৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া মুমিনুল হক ১১ ও রেজাউর রহমান রাজা করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বাংলাদেশ ‘এ’ দল ৩ উইকেটে ৯১ রান তুলেছিল। সেখান থেকে ১২২ রানে যেতে বাকি ৭টি উইকেট হারায়।