খেলাধুলা

বিপিএলে দল কিনেছে রিমার্ক-হারল্যান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনেছে রিমার্ক-হারল্যান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত স্বনামধন্য প্রতিষ্ঠানটি।

রাইজিংবিডিকে দল কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ইতোমধ্যে সাইনিং মানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সবশেষ বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল নিউটেক্স গ্রুপ। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। বিভিন্ন সময়ে ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল যথাক্রমে— ঢাকা গ্ল‌্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা ও সবশেষ ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষে। আর সেপ্টেম্বরের যেকোনো সময়ে হবে খেলোয়াড়দের নিলাম।