খেলাধুলা

জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তানের মাটিতে তাদেরকে ধবলধোলাই করে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ।  নাজমুল হোসেন শান্তর দলের সঙ্গে এমন হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের ভক্ত-সমর্থকেরা। এমনকি সাবেক অধিনায়কেরাও ক্ষোভ উগড়ে দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান মাসুদকে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেন পাকিস্তানি সাংবাদিকেরা। আক্রমণাত্মক সব প্রশ্নে জর্জরিত করা হলো পাকিস্তানের অধিনায়ককে। তবে পাল্টা আক্রমণে না গিয়ে নিজের মতো উত্তর দিয়ে ভুল স্বীকার করে নেন মাসুদ। সেই সঙ্গে গোটা জাতির কাছে ক্ষমা চান।

মাসুদ বলেন, ‘আমরা তাদেরকে (বাংলাদেশ) খাটো করতে পারি না। সব প্রতিপক্ষকেই সম্মান করা উচিত। বাংলাদেশের একটা বড় গুণ ছিল, দুই ম্যাচেই আমাদের চেয়ে বেশি গোছানো ক্রিকেট খেলেছে ওরা। আমাদের উচিত নিজেদের দিকে তাকানো। অনেক ভুল করেছি আমরা।’

ফিটনেসের ঘাটতির দিকটা উল্লেখ করে মাসুদ বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য যে ধরণের শারীরিক ও মানসিক ফিটনেস লাগে, সেটা চার-পাঁচ দিন ধরে রাখতে হয়। এই জায়গায় আমাদেরে উন্নতি করতে হবে। সেই সঙ্গে দীর্ঘ বিরতিও কমাতে হবে। ১০ মাসে পর টেস্ট খেললে এরকম হবেই।’

সবকিছুর জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আগের টেস্টের পরও বলেছিলাম, যখন হারবো, ভুল হবে, সেটার দায় নেবো। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগের ম্যাচের পরও এটা বলেছিলাম, এখনও বলছি। আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত, কীভাবে দেশের ক্রিকেটের আরও ভালোর জন্য কাজ করতে পারি।’

বাংলাদেশের প্রশংসা করতেও ভুললেন না মাসুদ। বিশেষ করে অভিজ্ঞতার দিক দিয়ে বাংলাদেশ কতটা এগিয়ে ছিল সেটাই বলতে চাইলেন, ‘ওদের দুজন ক্রিকেটার আছে (মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান), যারা ৭০-৮০টি টেস্ট খেলেছে। আমাদেরও লাল বলের ক্রিকেটে এমন অভিজ্ঞতা প্রয়োজন। টেস্ট ম্যাচ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। এখানে অভিজ্ঞতা লাগবেই।’