খেলাধুলা

পাকিস্তানের সাফল্যের অনুপ্রেরণায় ভারতে বড় কিছুর খোঁজে বাংলাদেশ

পিঠাপিঠি দুটি সফর। তাও আবার পাকিস্তান এবং ভারতের বিপক্ষে। এমনটা হয়েছে খুব সময়ই। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দের রেশ না কাটতেই ক্রিকেটারদের উড়াল দিতে হবে ভারতে। পাকিস্তানে কেবল লাল বলের ক্রিকেট খেললেও ভারতে রয়েছে সাদা বলে তিন টি-টোয়েন্টি ম্যাচও।

বুধবার টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা শুরু করে দিয়েছেন অনুশীলন। জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারীরা স্থানীয় কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে মিরপুরে ঘাম ঝরিয়েছেন। পাকিস্তানে যে সাফল্য পেয়েছে বাংলাদেশ সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতে বড় কিছুর খোঁজে তারা। 

দলের ক্রিকেটার জাকের আলী বিশ্বাস করেন, ভারত এবার হালকাভাবে নেবে না তাদেরকে। মিরপুরে জাকের আলী বলেছেন, ‘আমরা এখন ভারত সফরের সাদা বলের সিরিজের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। তাদের বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররাও।’

ফরম্যাট পরিবর্তন হলেও পাকিস্তানে পাওয়া সাফল্যের আত্মবিশ্বাস তাদেরও কাজে আসবে। জাকির বলেছেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফর্ম করে, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতে জেতার জন্য যাবো। আমাদের মানসিকতাই এখন এমন। ভারত সিরিজে লক্ষ্য থাকবে যেন সেরা সাফল্য অর্জন করে আসতে পারি।’

পাকিস্তানে পাওয়া সাফল্যের পেছনে স্থানীয় কোচদের কৃতিত্ব দিয়েছেন ক্রিকেটাররা। টেস্ট দলের একাধিক ক্রিকেটার মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলামের সঙ্গে দুই মাস ক্যাম্প করেছেন। সাদা বলের এই ক্যাম্প থেকেও ভালো সুফল পাওয়ার আশায় জাকের, ‘ছোটবেলা থেকেই সোহেল স্যার, বাবুল স্যার আমাদের দেখেছেন। প্রত্যেক ক্রিকেটার সম্পর্কে ওনাদের ভালো ধারণা আছে। প্রভাবও অনেক বেশি। আমার মনে হয় ওনারা আমাদের যেভাবে যত্ন নেন, এই যেমন আজ থেকে আমাদের সাদা বলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। এভাবে স্টেপ বাই স্টেপ ওনারা আমাদের দেখে রাখেন। তো মনে করি উনাদের ভূমিকাও অনেক বেশি।’

যুব ক্রিকেট থেকে নাজমুল হোসেন শান্তর সঙ্গে খেলছেন জাকের। শান্তর নেতৃত্বগুণ তখন থেকেই দেখেছেন। অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে জাকের বলেছেন, ‘আপনারা দেখেছেন শান্ত কত দারুণ অধিনায়কত্ব করেছেন। সিরিজের এই ফলাফলই তার প্রমাণ। শান্ত সিরিজে বেশ কিছু ঝুঁকি নিয়েছেন। আপনি যখন অধিনায়ক হিসাবে ঝুঁকি নেবেন, ফল আপনার পক্ষে আসতেও পারে আবার নাও পারে। তবে বেশির ভাগ সময় ইতিবাচক বিষয়গুলোই ঘটে দলের জন্য। তবু ঝুঁকি নেওয়ার সাহসটাই থাকা উচিত একজন অধিনায়কের। যেটা শান্তর আছে।’

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সফর।