খেলাধুলা

৯ উইকেট নিয়ে আলোচনায় শচীনপুত্র অর্জুন

শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার ৯ উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছেন। ডা. (ক্যাপ্টেন) কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের মৌসুম পূর্ব ম্যাচে সোমবার ৯ উইকেট নেন অর্জুন। তাতে গোয়া ইনিংস ও ১৮৯ রানে জয় পায় কর্ণাটকের বিপক্ষে।

দুই ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৮৭ রানের বিনিময়ে ৯ উইকেট নেন অর্জুন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার।

প্রথম ইনিংসে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন অর্জুন। আর প্রতিপক্ষ মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যাবে। জবাবে গোয়া প্রথম ইনিংসে ৪১৩ করে লিড নেয় ৩১০ রানে। পরের ইনিংসে অর্জুন ৫৫ রান দিয়ে নেন আরও ৪ উইকেট। তাতে কর্ণাটক অলআউট হয়ে যায় ১২১ রানে। আর গোয়া জয় পায় ইনিংস ও ১৮৯ রানে।

অর্জুন অবশ্য গোয়ার হয়ে ২০২৩-২৪ মৌসুমে রঞ্জি ট্রফিতে খুব একটা ভালো করতে পারেননি। ১১ ইনিংস খেলে ২৩.৪৫ গড়ে রান করেছিলেন মাত্র ২৫৮টি। কেবল দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। উইকেট নিয়েছিলেন ৯টি। গড় ছিল ৪৪.৬৬।

শুধু তাই নয়, ২০২৩-২৪ বিজয় হাজারে ট্রফিতেও নিজেকে মেলে ধরতে পারেননি অর্জুন। পাঁচ ইনিংসে রান করেছিলেন ৩৯। আর ছয় ইনিংসে উইকেট নিয়েছিলেন ১০টি।

তবে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভালো করেছিলেন। সেখানে সাত ইনিংসে ২৩.৮১ গড়ে নিয়েছিলেন ১১ উইকেট।