বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে মনোযোগী ভারত দল। নিবিড়ভাবে অনুশীলনে নিজেদের সর্বোচ্চ ঝালিয়ে নিচ্ছেন বিরাট-কোহুলি ও রোহিত শর্মারা। এমন সময়েই ভারতকে অস্ট্রেলিয়াম তারকা নাথান নায়ন ভবিষ্যদ্বাণী করলেন, ভারত হোয়াইটওয়াশ হবে! তবে সেটা বাংলাদেশের বিপক্ষে নয়, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে।
চলতি বছরের নভেম্বরে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। আসন্ন এই সিরিজে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ২০১৪-১৫ মৌসুমের পর বর্ডার-গাভাস্কার ট্রফিয়ে অস্ট্রেলিয়া আর জিততে পারেনি। সর্বশেষ ৪ বার জিতেছে ভারত। এবার সেই হিসেবের বদলা নেওয়ার হুংকার দিলেন অজি অফস্পিনার।
এক সাক্ষাৎকারে লায়ন বলেন, ‘১০ বছর আগে আমরা সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে, তখন থেকেই ওদের ওপর নজর রাখছি। আমার মাথায় বর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি জিততে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।’
অজি তারকার আরও বলেন, ‘এবার আমাদের দলটা আলাদা। যারা দলে আছে প্রত্যেকেই খুব ভালো ক্রিকেটার। আমরা বিশ্বসেরা দল হওয়ার পথে এগোতে চাই। এখনও আমরা হতে পারিনি... ভারতকে হারালে অনেক আত্মবিশ্বাস পাবো।’
১৯৯৬-৯৭ সালে প্রথমবার হয় বর্ডার-গাভাস্কার ট্রফি। প্রথম দুই মৌসুমে শিরোপা জেতে ভারত। পরেরবার জেতে অস্ট্রেলিয়া, তবে চতুর্থবার শ্রেষ্ঠত্ব ফিরে পায় ভারত। ২০১৪-১৫ অস্ট্রেলিয়া সর্বশেষ শিরোপা জেতার পর ২০১৬-১৭, ২০১৮-১৯, ২০২১-২১ ও ২০২২-২৩ মৌসুমে সর্বশেষ টানা চার সিরিজেই জিতেছে ভারত।