খেলাধুলা

সাকিবের ১০ বল ও ১৫ মিনিট 

সতীর্থরা যখন কানপুরের গ্রিন পার্কে অনুশীলনে ব্যস্ত, তখন সাকিব আল হাসান ড্রেসিংরুমে বসে নখ কামড়াচ্ছিলেন। মাঠের সময় ঠিকঠাক যাচ্ছে না, বাইরেও নানা কারণে হচ্ছেন সমালোচিত। শেয়ার কেলেংকারিতে গুণতে হচ্ছে বড় অংকের জরিমানা। অবশ্য মাঠের বাইরের বিষয় কখনো খুব একটা আমলে নেন না সাকিব, তবে সবকিছু মিলিয়ে এবার যেন তার কিছুটা ছাপ পড়েছে।

চেন্নাইয়ে সাকিবের শরীরী ভাষা দেখে বেশ কয়েকজন ভারতীয় সংবাদকর্মী জানতে চেয়েছিলেন, ‘সাকিবের কী হয়েছে।’ টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক থেকে শুরু করে সকলে সাকিবের হয়ে ব্যাটিং করলেও এখনো তিনি মুখ খোলেননি। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুরে সাকিবের স্বল্প সময়ের কয়েক বলের অনুশীলন যেন আরও বড় প্রশ্ন তুলছে। 

দুই দিন পর বাংলাদেশ দল অনুশীলন করেছে। মাঝে একদিন বিশ্রাম ও আরেকদিন গেছে ভ্রমণে। প্রায় তিন ঘণ্টার অনুশীলনে সাকিব ব্যয় করেছেন মাত্র ১৫ মিনিট। ব্যাট হাতে খেলেছেন ১০ বল। স্পিন দিয়ে শুরু করেছেন, পেস খেলেছেন এরপর আবার থ্রোয়ারের মাধ্যমে খেলেন কয়েক বল। সবমিলিয়ে গুণে গুণে ১০ বলের অনুশীলন করেছেন সাকিব।

ব্যাট হাতে চেন্নাইয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩২ রান করেছেন। সাবলীল খেলতে থাকলেও হুট করে সুইপ শটে আত্মহুতি দেন। দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুর পর ২৫ রানে রবীচন্দ্রন অশ্বিনের দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হন। বল হাতে সাকিব খুব একটা অনুশীলন করেন না। আজও দেখা যায়নি। চেন্নাইয়ে টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং করেছেন। প্রথম ইনিংসে ৮ ওভারে ৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৭৯ রান দিয়েছেন।  

এমন পারফর্ম্যান্সের পরও সাকিব পেয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশংসা, ‘দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছে, বড় করতে পারেনি ইনিংস। এমন নয় যে চেষ্টা করেনি। প্রতিপক্ষের বোলিংয়ের মান অনেক ভালো ছিল।’

কানপুরের গরমে সাকিব অনুশীলন কম করলেও সতীর্থরা ঘাম ঝরিয়েছেন লম্বা সময় ধরে। বরাবরের মতো মুশফিকুর রহিম ছিলেন সবার চেয়ে এগিয়ে। প্রায় দুই ঘণ্টা ধরে টানা ব্যাটিংয়ের পর আবার দৌড়েছেনও। এ ছাড়া টেলএন্ডাররাও ব্যাটিং করেছেন সময় নিয়ে। চেন্নাইয়ে একাদশের বাইরে থাকা তাইজুল ইসলাম ও জাকের আলী অনিকও ঘাম ঝরিয়েছেন ব্যাট হাতে। 

২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য দুটি পিচ তৈরি হয়েছে কানপুরের গ্রিনপার্কে। তবে কোনটিতে খেলা হবে এখনো নিশ্চিত হয়নি ম্যানেজমেন্ট। স্পিন সহায়ক এই উইকেট দেখেই বিবেচনা করা হবে একাদশ। এখানে ২০২১ সালে হওয়া সবশেষ টেস্টে দুই ইনিংসে ভারতের হয়ে ১৮ উইকেট নেন স্পিনাররা। 

তবে হাথুরুসিংহে বলেন, ‘পিচ একটু দেখেছি। মাঠকর্মীরা দুটি পিচ তৈরি করছে। কোনটা বেছে নেওয়া হবে জানি না। কাল এসে হয়তো দেখতে হবে।’

চেন্নাইয়ে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ আছে ব্যাকফুটে। দ্বিতীয় টেস্টের আগে মনোবল কেমন বাংলাদেশের? হাথুরুসিংহে দিয়েছেন বড় টোটকা, ‘সবচেয়ে বড় অনুপ্রেরণা আসে- তুমি তোমার দেশের হয়ে খেলছো। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায়, এসব নিয়েই আমরা ভাবছি।’