খেলাধুলা

জিম আফ্রো লিগে ৫ ছক্কায় ঝড় তুললেন সাব্বির

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাহিরে সাব্বির রহমান। এক সময়ের এই হার্ডহিটার ব্যাটার জাতীয় দলের রাডারে নেই বললেই চলে। তাকে নিয়ে আলোচনা যখন মিইয়ে যাচ্ছে, ঠিক তখনই নিজেকে জানান দিলেন। জিম আফ্রো লিগে ব্যাট ঝড় তুলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

জিম আফ্রো লিগে হারারে বোল্টসের হয়ে খেলছেন সাব্বির। গতকাল এই দলের হয়ে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ১২ বলে ৩৪ রানের ‘ক্যামিও’। দল জিততে না পারলেও নিজের সামর্থ্য ঠিকই দেখিয়েছেন তিনি। ১০ ওভারে ১২১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই পার হয়ে গেছে বাংলা টাইগার্স।

সাব্বির ব্যাটিংয়ে আসেন ম্যাচের ২ ওভার বাকি থাকতে। তখন হারারের রান ৩ উইকেটে ৭৯। এরপর ১২ বলের এক ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। তার ইনিংসে ছিল ৫টি ছক্কার মার। এর মধ্যে এক ওভারেই হাঁকিয়েছেন টানা তিন ছক্কা। আফগান অলরাউন্ডার করিম জানাতের বল আছড়ে ফেলছেন হারারের ছাদে। 

ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে কোয়ালিফায়ারে সাব্বিরের দল। আজ আবারও বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা। আগের ম্যাচে ভালো খেলার সুবাদে এই ম্যাচেও সাব্বিরকে খেলাতে পারে বাংলা টাইগার্স।