খেলাধুলা

টি-টোয়েন্টি প্রস্তুতি কেমন হচ্ছে?

আলিস আল ইসলামের হাফভলি বল সুইচ হিটে হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে ফেললেন শামীম হোসেন পাটোয়ারী। ছক্কা। শুধু ওই বলটাতেই নয়। এর আগে পরে মিরপুর শের-ই-বাংলায় আবু হায়দার রনি, রিশাদ হোসেন, শরিফুল ইসলামকে যেভাকে কড়া শাসন করলে শামীম, তাতে আসন্ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গার দাবি জানিয়ে রাখলেন।

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ৪ চার ও ৬ ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে যখন উঠে যাচ্ছিলেন তখন তার চোখে মুখে প্রাপ্তির ঝিলিক। এগিয়ে এসে রনির ফিস্ট বাম্প তার আনন্দ বাড়িয়েছে।

তবে তাকে দলে নেওয়া হবে কিনা সেটা নিয়ে তেমন চিন্তা নেই বিসিবির কোচ মিজানুর রহমান বাবুলের, ‘আমার কাজ কেবল তাকে প্রস্তুত করা। বলতে পারি সে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছে। ওই একাগ্রতা, পরিশ্রম এবারের ক্যাম্পে করেছে শামীম।’

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির জন্য বিসিবি এখনও দল ঘোষণা করেনি। সাম্ভাব্য সব ক্রিকেটারদের নিয়ে চলছে প্রস্তুতি ক্যাম্প। যেখানে মাহমুদউল্লাহ, সৌম্য, তানজিদ, শামীম, আফিফ, জিসান আলমের মতো ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছেন।

গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে হবে তিন টি-টোয়েন্টি। গোয়ালিয়রে বাংলাদেশ প্রথমবার ম্যাচ হবে। এর আগে দিল্লিতে ভারতকে টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। আর হায়দরাবাদে বাংলাদেশ খেলেছে এক টেস্ট। ফলে দুই ভেন্যুতে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

ছেলেদের প্রস্তুতি নিয়ে মিজানুর রহমান বাবুল সন্তুষ্টির কথা বললেন, ‘প্রস্তুতি বেশ ভালো। টিম ম্যানেজমেন্ট থেকে যেমনটা চাওয়া হয়েছে সেভাবেই ওদের প্রস্তুত করা হয়েছে। ওরাও ভালো রেসপন্স করেছে।’

ভারত বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদেরকে হারাতে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে জানালেন মিজানুর রহমান, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের পারফরম্যান্স মেলে ধরা। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন দল। ওরা শক্তভাবে পারফর্ম করতে চাইবে। রোহিত-কোহলি অবসর নিলেও ওরা দলগতভাবে অনেক শক্তিশালী। আমাদের চেষ্টা করতে হবে যেন নিজেদের পারফরম্যান্সটা ঠিকঠাক করা। তাতেই ভালো কিছুর প্রত্যাশা করা যাবে।’

দিল্লিতে ভারতকে হারানোর যে স্মৃতি তা কাজে আসবে বলে মনে করেন মিজানুর, ‘ভারতকে একবারই আমরা টি-টোয়েন্টিতে হারিয়েছি সেটা ওদের মাটিতেই। এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে বাকিদের। নিজেদের পারফরম্যান্সটা ঠিকঠাক করতে পারলে আরেকটি জয়ও অসম্ভব কিছু নয়।’

পাওয়ার হিটিং বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ। পাওয়ার প্লে’তে বৃত্তের সুবিধা কাজে লাগাতে পারলেও স্লগ ওভারে রান তুলতে না পারা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অন্যতম অন্তরায়। এবারের ক্যাম্পে হাওয়ার হিটিংয়ে বেশি মনোযোগ দিয়েছেন। শামীম, মাহমুদউল্লাহ, রিশাদদের মতো হার্ডহিটার থেকে ভালো কিছুর প্রত্যাশায় আছেন কোচরা।