খেলাধুলা

ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ ফুটবলের ফাইনালে এমঅ্যান্ডএস ও এনআর ওয়ারিয়র্স

ক্রীড়াবন্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ ফুটবল, সিজন-৫।’

ইতোমধ্যে প্রতিযোগিতার লিগ পর্বের খেলা শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে ফাইনালে উঠেছে টিম এমঅ্যান্ডএস ও এনআর ওয়ারিয়র্স ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে এমঅ্যান্ডএস ৩-০ গোলে সান্তিয়াগো বার্নাবুয়েটকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হন এমঅ্যান্ডএসের জামিল।

         ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন এনআর ওয়ারিয়র্সের নিপুন

এরপর আজ মঙ্গলবার (০১ অক্টোবর) এনআর ওয়ারিয়র্স তাদের লিগ পর্বের শেষ ম্যাচে টিম মাইটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায়। এই ম্যাচের সেরা খেলোয়াড় হন ওয়ারিয়র্সের নিপুন।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে ফাইনালে মুখোমুখি হবে টিম এমঅ্যান্ডএস ও এনআর ওয়ারিয়র্স। সেদিন ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। থাকছে আকর্ষণীয় প্রাইজমানিও।

পাঁচটি দলের অংশগ্রহণে গেল ১৬ সেপ্টেম্বর শুরু হয় ১৬দিন ব্যাপী এই প্রতিযোগিতা।