খেলাধুলা

যে পরিকল্পনা করে বাংলাদেশকে হারালো ভারত, জানালেন রোহিত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতো অল্প বল খেলে জয় পাওয়ার রেকর্ড আছে আরও তিনটি। ভারত মাত্র ৩১২ বল খেলে বাংলাদেশকে হারিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে। আড়াই দিনেরও কম সময়ে কিভাবে, কোন পরিকল্পনা করে বাংলাদেশকে হারালো? ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেটি জানিয়েছেন।

‘যেহেতু ম্যাচের প্রায় আড়াই দিন বৃষ্টিতে নষ্ট হয়েছে, সেহেতু আমাদের আসলে খুব ভাবতে হয়েছিল ম্যাচটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। যখন চতুর্থ দিনে আমরা মাঠে নামতে পারলাম, তখন ভাবলাম ঠিক আছে চেষ্টা করে দেখি কতো দ্রুত তাদেরকে অলআউট করা যায়। এরপর ব্যাট হাতে আমরা কি করতে পারি। যখন তারা ২৩৩ রানে অলআউট হলো, তখন আমরা বলেছিলাম— রান নয়, কতো কম ওভারে এটা ছাড়িয়ে যাওয়া যায়। তার মানে আমাদেরকে বেশি রান রেটে ব্যাটিং করতে হবে। কারণ, আমরা জানতাম পিচে বোলারদের জন্য কিছু নেই।’

ব্যাট করতে নেমে ঝড় তোলেন রোহিত ও জয়সওয়াল। তারা দুজন চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ৩.৩ ওভারেই ৫০ রান পেরিয়ে যায়। মাত্র ৩৪.৪ ওভারে তারা ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। কিন্তু রোহিত কৃতিত্ব দিয়েছেন বোলারদের, ‘আসলে এই পিচেও ফল বের করার কৃতিত্বটা আমাদের বোলারদের। এরপর ব্যাটারদের। আমরা চেষ্টা করেছি কতো দ্রুত রান তোলা যায় সেটার। আসলে জেতার জন্য আমাদের এই ঝুঁকিটা নিতেই হতো। সেক্ষেত্রে আমরা কিন্তু ১০০-১৫০ রানেই অলআউটও হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা আমাদের একটি সুযোগ দিতে চেয়েছিলাম, যে এই পরিস্থিতেও ম্যাচের ফল বের করা যায় কিনা।’