খেলাধুলা

জয়ে শুরু পাকিস্তানের মেয়েদের

এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে ১১৬ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৫ করতে পারে। তাতে পাকিস্তানের ৩১ রানের জয় নিশ্চিত হয়।

দুর্দান্ত বোলিংয়ে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের লাগাম টেনে ধরেন শ্রীলঙ্কার বোলাররা। চামারি আতাপাত্তু ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। সুগান্দিকা কুমারি ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর উদেশিকা প্রবধানী ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট। অপর উইকেটটি নেন কাভিশা দিলহারি।

ব্যাট হাতে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ২০ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩০ রান। নিদা দার ১ ছক্কায় করেন ২৩ রান। এছাড়া ওমাইমা সোহাইল ১৮, সিদরা আমিন ১২ ও মুনিবা আলী করেন ১১ রান।

১১৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও পড়ে বোলিং তোপের মুখে। ৫২ রান তুলতেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

ব্যাট হাতে তাদের নীলাক্ষ্মী সিলভা ২৫ বলে ২২ ও বিশমি গুণারত্নে ৩৪ বলে ১ চারে করেন ২০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাশরা সান্ধু ৪ ওভারে ১৫ রানে ২টি, ওমাইমা সোহাইল ৪ ওভারে ১৭ রানে ২টি ও ফাতিমা সানা ২.৫ ওভারে ১০ রান দিয়ে নেন ২টি উইকেট।

ব্যাট হাতে ৩০ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পাকিস্তান অধিনায়ক ফাতিমা।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার বিকেলে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে শুক্রবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।