দীর্ঘদিন ধরেই জাতীয় দলের আশেপাশে নেই উসমান কাদির। আগামীতে সুযোগ পাবার সম্ভাবনাও ক্ষীণ। এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন উসমান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অবসরের সিদ্ধান্ত জানান উসমান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে উসমান বলেন, ‘আজ আমি পাকিস্তান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। এই অবিশ্বাস্য যাত্রার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের বিষয় এবং আমার কোচ ও সতীর্থদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, যারা প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিল।’
‘আমি যখন এই নতুন অধ্যায়ে পা রাখছি, তখন আমার বাবার লেগ্যাসি বয়ে নিয়ে যাব। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, তা মনে রাখব। পাকিস্তান ক্রিকেটের চেতনা এবং একসঙ্গে তৈরি সব স্মৃতি আমার স্মৃতিতে থাকবে অমলিন।’- আরও যোগ করেন উসমান।
২০২০ সালের নভেম্বরে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উসমানের। ২০২২ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন উসমান। জাতীয় দলের জার্সিতে তার খেলা ম্যাচ সংখ্যা ২৩টি। নিয়েছেন ৩১ উইকেট।
একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেন তিনি ২০২১ সালের এপ্রিলে, সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ৯ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। জাতীয় দল ছাড়াও বিভিন্ন সময়ে বিগ ব্যাশ, বিপিএল, সিপিএলেও খেলতে দেখা গেছে উসমানকে।