খেলাধুলা

অভিষেকে জেমির গোলে শেষ আটে জার্মানি

সোমবার দিবাগত রাতে শক্তিশালী নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি।

এই জয়ে ‘এ৩’ গ্রুপ থেকে ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানরা। সমান ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। হাঙ্গেরি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে তৃতীয় স্থানে। এই দুই দল কোনোভাবেই আর জার্মানিকে পেছনে ফেলবে পারবে না।

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জার্মানি। বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন এই ম্যাচে অভিষেক হওয়া তাদের অ্যাটাকিং মিডফিল্ডার জেমি লেভলিং। এ সময় কর্নার পায় জার্মানি। কর্নার থেকে আসা বল গোললাইনের সামনে থেকে ব্যাকহিলে সামনে পাঠান নিকো শ্লোটাবেক। সেটাতে ডান পায়ে বুলেট গতির শট নিয়ে জালে জড়ান জেমি। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে জেমির করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

পরের ম্যাচে আগামী মাসে জার্মানি খেলবে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে। আর নেদারল্যান্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে।