খেলাধুলা

বৃষ্টির পেটে ভারত- নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিন

ভারতে যেন এখন বর্ষাকাল। একের পর এক সিরিজে বৃষ্টির বাগড়া চলছেই। বাংলাদেশ সিরিজ শেষ হয়ে গেলেও আবহাওয়া আগলে নিয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজও। ফলাফল, চেন্নাই টেস্টের প্রথমদিন বৃষ্টির পেটে। 

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিন সকাল থেকেই  মুষলধারে বৃষ্টি। বেলা বাড়ার পর এর মাত্রা কমলো কিছুটা। কিন্তু একবারে থামল না। দুপুরের পর কিছুক্ষণের বিরতি নিলেও আবার শুরু হলো ঝিরিঝিরি বর্ষণ। বাধ্য হয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।

ভারতের সবশেষ টেস্টেও বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে বৃষ্টিতে ভেসে যায় আড়াই দিনের বেশি সময়। সামনেও সুখকর কিছু অপেক্ষা করছে না। বেঙ্গালুরুর আবহাওয়ার পূর্বাভাসও ইতিবাচক নয়।

আজকের ক্ষতি পুষিয়ে নিতে বৃহস্পতিবার ১৫ মিনিট আগে শুরু হবে খেলা। চেন্নাই টেস্ট এখন চারদিনের। সে হিসেবে প্রথম ইনিংসে ২০০ রানের বদলে ১৫০ রানের লিড পেলেই ফলো-অন করাতে পারবে এগিয়ে থাকা দল। এক্ষেত্রে ভারত সুবিধা আদায় করে নিতে পারে নিজেদের মাঠে।