খেলাধুলা

শুরুতেই হাসানের আঘাত, ফিরলেন মার্করাম

::: সংক্ষিপ্ত স্কোর ::: দক্ষিণ আফ্রিকা: ২৪/১ (৬ ওভার) বাংলাদেশ: ১০৬/১০ (৪০.১ ওভার)

মার্করামকে বোল্ড করলেন হাসান এমন ডেলিভারি যে কোনো বোলারের জন্য স্বপ্নের। তেমনই এক ডেলিভারি করলেন হাসান মাহমুদ। বাংলাদেশী পেসারের ব্যাক অব লেংথের বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে ভেতরে ঢোকে। মার্করাম বুঝতেই পারেননি। বল তার ব্যাটের পাশ ঘেষে চুমো খেয়ে যায় মিডল স্টাম্পের ঠিক ওপরে। ৯ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। গুটিয়ে গেল ১০৬ রানে। মিরপুরে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট ইনিংস। সর্বনিম্ন রানের ইনিংসটি ৮৭ রানের। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩০ রান ছুঁতে পারেন শুধু মাহমুদুল হাসান জয়। ৯৭ বলে ৩০ রান করেন তিনি। কোনো জুটিই ত্রিশ ছুঁতে পারেনি। নবম উইকেটে সর্বোচ্চ ২৬ রান যোগ করেন তাইজুল ও নাঈম হাসান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন মহারাজ, কাগিসো রাবাদা ও ভিয়ান মুল্ডার। প্রথম উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হন রাবাদা।

দুই বলের ব্যবধানে আউট জয়-জাকের মধ্যাহ্ন বিরতির পর মাত্র দুই বলের ব্যবধানে ফিরে গেলেন সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় ও অভিষিক্ত জাকের আলী অনিক।

মধ্যাহ্ন বিরতির পর এসেই ছক্কা হাঁকালেন জয়। কিন্তু এক ওভার পরেই ডেন পিটকে জায়গা বানিয়ে কাট করার চেষ্টায় বোল্ড হয়ে গেলেন তরুণ ওপেনার। খেললেন ৯৭ বলে ৩০ রানের ইনিংস।

জয়ের আউটের পরই উইকেট বিলিয়ে আসেন জাকের। মহারাজের বলে সামনের পা এগিয়ে দিয়ে বড় শট খেলার চেষ্টায় স্টাম্পড হয়ে গেলেন ২ রান করা ব্যাটসম্যান।

৩০.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৬ রান। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

মিরাজও ফিরে গেলেন মাত্র এক বল। এই এক বল কোনোভাবে খেলে দিতে পারলেই নিরাপদে মধ্যাহ্ন বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। কারণ মিরাজ ছিলেন। কিন্তু সেটা হতে দিলেন না কেশব মহারাজ।

মহারাজের আর্ম বল ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজ। রিভিউ নিয়েও লাভ হয়নি। ২৪ বলে ১৩ রান করেন এই অলরাউন্ডার।

২৬.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬০ রান। একমাত্র আগলে রেখে ৮৬ বলে ১৬ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয়। বিরতির পর নামবেন অভিষিক্ত জাকের আলি।

রাবাদার দ্বিতীয় শিকার লিটন লিটনের এই আউটে আসলে ফিল্ডার ত্রিস্টিয়ান স্টাবসকেই বেশি কৃতিত্ব দিতে হয়। রাবাদার বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে লিটনের দিকে যাচ্ছিল। আলতো হাতে শট খেললেন তিনি। বল চলে যাচ্ছিল দ্বিতীয় ও তৃতীয় স্লিপের মধ্য দিয়ে। স্টাবস উড়ন্ত অবস্থায় বল তালুবন্দি করলেন।

বাংলাদেশ ৪৫ রানে পঞ্চম উইকেট হারাল। লাঞ্চ বিরতির আগেই বাংলাদেশের অর্ধেক ব্যাটসম্যান শেষ।

মুশফিককে বিদায় করে রাবাদার ৩০০ মিরপুরে সাতসকালেই উইকেটের মিছিলে বাংলাদেশ। একের পর এক উইকেট তুলে নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। এবার চতুর্থ উইকেটের পতন ঘটলো বাংলাদেশের। বিদায় নিলেন মুশফিকুর রহিম।

রাবাদার ইয়র্কারটা বুঝতেই পারলেন না মুশফিক। কিছু বুঝার আগেই এলোমেলো হয়ে গেল স্টাম্প। মুশফিকের উইকেট দিয়ে টেস্ট ক্রিকেটে কাগিসো রাবাদার উইকেট হলো ৩০০টি।

দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে ৩০০ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। তার আগে যে পাঁচ দক্ষিণ আফ্রিকান বোলার ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তারাও হলেন—অ্যালান ডোনাল্ড, শন পোলক, মাখায় এনটিনি, মরনে মরকেল ও ডেল স্টেইন।

উইকেটের মিছিলে শান্ত সাদমান ইসলাম ও মুমিনুলের পথ ধরে এবার উইকেটের মিছিলে যোগ দিলেন নাজমুল হোসেন শান্ত। তিনিও উইকেট বিলিয়ে দিয়েছেন মুল্ডারকে। ২১ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

রাউন্ড দা উইকেট থেকে মুল্ডারের ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টা করেন শান্ত। বল তার ব্যাটের সামনের দিকে লেগে শর্ট কভারে চলে যায়। সহজ ক্যাচ নেন কেশাভ মহারাজ। ৭ বলে ৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

উইকেটে এসেছেন মুশফিকুর রহিম। তার সঙ্গী জয়।

সাদমানের পথ ধরলেন মুমিনুল

সাদমান ইসলাম ফিরে যেতে না যেতেই তার পথ ধরলেন মুমিনুল হক। শুরু থেকেই নড়বড়ে মনে হচ্ছিল মুমিনুলকে। উইকেটে এসে চার মেরে নার্ভারনেস কাটানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু টিকতে পারলেন না। ওভারের চতুর্থ বলেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন মুমিনুল।

ফিরে গেলেন সাদমান বাংলাদেশের একাদশে এক পেসার থাকলেও দক্ষিণ আফ্রিকা নেমেছে তাদের পেস স্কোয়াড নিয়েই। ফলও পেল হাতেনাতে। উইয়ান মুল্ডারের বলে আউট কোনো রান না করেই আউট হয়ে ফিরেছেন সাদমান ইসলাম।

মুল্ডারের ফুল লেংথ ডেলিভারিটা অফ স্টাম্পের বাইরে পিচ করে বল চলে যাচ্ছিল। সেই বলে খোঁচা দিয়ে আত্মহুতি দিলেন সাদমান। ৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। উইকেটে এসেছেন মুমিনুল হক।

জাকেরের অভিষেক, এক পেসার তিন স্পিনার নিয়ে মাঠে বাংলাদেশ অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। রঙিন পোশাকে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে তার। এবার সাদা পোশাকেও শুরু হলো পথচলা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১০৫তম ক্রিকেটার তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৫০তম ম্যাচ এটি। এখন পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪ সেঞ্চুরি ও ১৯ ফিফটিতে জাকেরের সংগ্রহ ২ হাজার ৮৬২ রান।   জাকেরের অভিষেকের দিনে এক পেসার ও তিন স্পিনার নিয়ে মিরপুরে নামছে বাংলাদেশ। একমাত্র পেসার হাসান মাহমুদ। স্পিনে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে নেওয়া হয়েছে নাঈম হাসানকে। একাদশে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।

টস টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

রেকর্ড বাংলাদেশের বিপক্ষে দুই দল এখন পর্যন্ত ১৪ টেস্ট মুখোমুখি হয়েছে। যেখানে ১২ জয় দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি। তবে ড্র করেছে দুইটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দুই দল মুখোমুখি হচ্ছে। যেখানে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলেরই। রেকর্ড বাংলাদেশের পক্ষে নেই। তবে ভালো ক্রিকেট খেললে এই সিরিজেও প্রত্যাশিত জয় পাওয়া সম্ভব। যেমনটা এ বছরই নিউ জিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। জিতেছে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই। এবার কী দক্ষিণ আফ্রিকা বধের কাব্য লিখতে পারবে শান্ত এন্ড কোং?

মঞ্চটা হতে পারত উৎসবের! সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার এই ম্যাচটি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু দেশের পরিবর্তীত পরিস্থিতিতে দেশে ফেরার অনুমতি পাননি সাকিব। নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণেই সাকিবকে সরকারের পক্ষ থেকে দেশে না আসতে বলা হয়। সাকিবের অবসরকে কেন্দ্র করে এই ম্যাচটি হতে পারত উৎসবের। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা হচ্ছে আর দশটা সাধারণ ম্যাচের মতোই।

সাকিব ইস্যুতে মিরপুর শের-ই-বাংলায় পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি চলছে গত কয়েক দিন ধরেই। টেস্ট শুরুর আগের দিন স্টেডিয়ামমুখী ‘সাকিবিয়ানদের লং মার্চ’ কর্মসূচি ডেকেছিলেন সাকিবের ভক্ত-সমর্থকরা। অন্যদিকে সাকিব বিরোধীরা তাদের আক্রমণ করে কর্মসূচি এলোমেলো করে দেন। সব মিলিয়ে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। 

অচলায়তন ভেঙে ক্রিকেট ফেরার আনন্দ লম্বা সময় ধরেই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। বাংলাদেশ ঘরের মাঠে সবশেষ টেস্ট খেলেছে সাত মাস আগে। ওয়ানডেও তাই। লম্বা সময় পর অচলায়তন ভেঙে মিরপুরে ফিরছে ক্রিকেটানন্দ। পরিবর্তিত পরিস্থিতি এবারই প্রথম বড় কোনো ক্রীড়া আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও নিরাপত্তার কারণে আইসিসি তা সরিয়ে নেয়। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফেরার সুবাস বইছে।