খেলাধুলা

আফগানিস্তান সিরিজে সাকিব ‘অ্যাভেইলাবল’

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তাজনিত কারণে রওয়ানা দিয়েও শেষ পর্যন্ত আসতে পারেননি। এখন প্রশ্ন আসন্ন আফগানিস্তান সিরিজ খেলতে পারবেন কি না?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব অ্যাভেইলাবল, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা, যেহেতু টিম দেয় নাই অ্যাভেইলাবল আছে সে।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বোর্ড মিটিং শুরুর আগে সংবাদমাধ্যমে সাকিবের বিষয়ে এমন মন্তব্য করেন ফারুক। বিকেল সাড়ে ৩টা থেকে বোর্ড মিটিং শুরু হওয়ার কথা ছিল। 

নভেম্বরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু শারজাহতে নভেম্বরের ৬, ৯ ও ১১ তারিখ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।দুয়েক দিনের মধ্যে দল ঘোষণা হতে পারে।

এদিকে সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। তিনি দেশে আসার জন্য গত ১৭ অক্টোবর রওয়ানা দিয়ে দুবাই আসেন। দুবাই আসার পর তাকে জানানো হয় না আসার জন্য। এরপর আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।

এর আগে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হবে তার শেষ ম্যাচ। টি-টোয়েন্টির ইতি টেনেছেন বিশ্বকাপে। আর আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চান।