ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবগুলো। লা লিগার ক্লাবগুলো মিলে য়ার্থিক সহায়তা নিয়ে বন্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।
ক্লাবগুলো নানাভাবে বন্যার্তদের পাশে দাঁড়াবে। এই সপ্তাহে সম্প্রচারিত ম্যাচগুলোতে তারা প্রচারণা চালাবে। একই সঙ্গে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও সহায়তা চেয়ে পোস্ট দিয়ে অর্থ উত্তোলনের উদ্যোগ নেবে। সমুদয় অর্থ তারা দেবে রেড ক্রসকে। রেড ক্রস বন্যার্তদের নিয়ে কাজ করছে।
বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের জন্য সহমর্মিতা এবং শোক জানিয়েছে।
বন্যায় স্থগিত করা হচ্ছে খেলাও। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে কোপা দেল রের সাতটি ম্যাচ স্থগিত করছে। ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করার জন্য প্রতিযোগিতার আয়োজকদের আহ্বান জানিয়েছে তারা।
ক্লাবগুল নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করছে। রিয়াল মাদ্রিদ ১০ লাখ ইউরো দান করবে বলে জানিয়েছে। ভালেন্সিয়া তাদের মাঠ খুলে দিয়েছে আশ্রয়ের জন্য।