খেলাধুলা

যে কারণে ৪২ বছর বয়সেও আইপিএল খেলতে চান অ্যান্ডারসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে খেলতে চান জেমস অ্যান্ডারসন। খবরটা ছিল অবাক করার মতো। বয়সের কাঁটা পেরিয়েছে ৪২-এর ঘর। টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন ১০ বছর আগে। তাও হঠাৎ কেন অ্যান্ডারসনের এই সিদ্ধান্ত? কারণটা নিজেই জানালেন ইংলিশ কিংবদন্তি।

আইপিলের মতো বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে কখনো পা পড়েনি অ্যান্ডারসনের। সেই তিনিই এবার সোয়া এক কোটি রুপি ভিত্তিমূল্যে নাম দিয়েছেন নিলামে।  কোচিং পেশায় নাম লেখানোর বয়সে কেন তারুণ্যের ফরম্যাটে নিজেকে নামাতে চাইছেন জিমি, আলোচনা ক্রিকেট দুনিয়ায়।

রহস্য খোলাসা করে অ্যান্ডারসন বলেন, ‘আমার ভেতরে এখনও অবশ্যই এমন কিছু আছে যার কারণে আমি মনে করি আমি এখনও খেলে যেতে পারব। আইপিএলে কখনও খেলা হয়নি। কখনও এর অভিজ্ঞতা নেওয়া হয়নি। কয়েকটি কারণে আমার মনে হয়, আমার এখানে খেলোয়াড় হিসেবে কিছু দেওয়ার আছে।’

ক্রিকেট নিয়ে জ্ঞান বাড়াতেই তার এমন সিদ্ধান্ত জানিয়ে অ্যান্ডারসন আরও বলেন, ‘গত গ্রীষ্মে অবসর নেওয়ার পর কিছুটা কোচিং করানো হয়েছে। ইংল্যান্ড দলের সাথে কিছুটা পরামর্শকের ভূমিকা নিতে হয়েছে, বা যেটাই বলুন না কেন। আরও অভিজ্ঞতা আমাকে ক্রিকেট নিয়ে জ্ঞান বাড়াতে ও কাজে লাগাতে সহায়তা করবে।’

চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যান্ডারসন। এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৪ সালে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে। এবার আবারও নিজের সুইং দক্ষতা দেখাতে চান তিনি। এখন দেখার বিষয়, আইপিএলে কেমন করেন জিমি।