খেলাধুলা

কুমির-হাঙ্গরের নদীতে পড়ে বেঁচে ফিরলেন স্যার বোথাম

মাছ ধরাটা স্যার ইয়ান বোথামের এক প্রকার নেশা। তাইতো যেখানেই যান সেখানকার কাছাকাছি নদীতে মাছ ধরতে চলে যান। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্য দিবেন। তাই আগে-ভাগে চলে গেছেন অস্ট্রেলিয়ায়।

সেখানে গিয়ে সাবেক অজি ক্রিকেটার মার্ভ হিউজকে (৬২) নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন উত্তর অস্ট্রেলিয়ার ময়েল নদীতে। যেটা কুমির ও হাঙ্গরের জন্য বিখ্যাত। মাছ ধরার নৌকা থেকে হঠাৎ ময়েল নদীতে পড়ে যান বোথাম। পরে দ্রুত তাকে টেনে তুলে কুমিরের হাত থেকে বাঁচান হিউজ ও তার সঙ্গীরা।

এ বিষয়ে দি মিররকে দেওয়া সাক্ষাৎকারে বোথাম বলেন, ‘আসলে আমি যতো দ্রুত নদীতে পড়ে গিয়েছিলাম তার চেয়ে দ্রুত আমাকে তোলা হয়েছিল। চোখের পলকেই ঘটনাটা ঘটে গিয়েছিল। যদিও পানিতে কি ছিল সেটা দেখার সময় আমার হয়নি। আমার সঙ্গে যারা ছিল তারা সত্যিই অসাধারণ। আসলে এটা একটা দুর্ঘটনা ছিল। খুব দ্রুতই আমাকে টেনে তোলা হয়েছিল। আমি এখন ঠিক আছি।’

এই মাসেই ছিল বোথামের জন্মদিন। তিনি ৬৯ বছর বয়সে পা দিয়েছেন। হিউজ ও বোথাম অ্যাশেজে ছিলেন প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার তারা একসঙ্গে বসে ধারাভাষ্য দিবেন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজে।

১৯৮৬-৮৭ মৌসুমে ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট হিউজের এক ওভারে ২২ রান নিয়ে সেঞ্চুরি করেছিলেন বোথাম। অবশ্য হিউজ সেটার শোধ নিয়েছিলেন। ১৯৮৯ সালে বোথামকে আউট করেছিলেন। সেবার অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।