খেলাধুলা

সল্টের সেঞ্চুরিতে বড় জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ওয়ানডে সিরিজে পরাজয়ের ছাপ দেখা গেলো না টি-টোয়েন্টি সিরিজে। নতুন ফরম্যাটে নতুনভাবে শুরু করলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংলিশরা। তাদের জয়ের নায়ক ফিল সল্ট। দারুণ এক সেঞ্চুরিতে দলকে জয় এনে দিয়েছেন এই ওপেনার।

শনিবার (৯ নভেম্বর) ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অবশ্য ম্যাচের শুরুতে ইংলিশদের রিদম এনে দেন সাকিব মাহমুদ। টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারেই উইকেট হারায়। ব্র্যান্ডন কিংকে ফেরান সাকিব। পরের ওভারে এভিন লুইস ও শিমরন হেটমায়ারও তার কাছে পরাস্ত।

দ্রুত তিন উইকেট হারালেও ঝড়ো ব্যাটিং করে যান নিকোলাস পুরান। পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে ক্যারিবিয়ানরা। তবে অধিনায়ক রভম্যান পাওয়েল দুই ছক্কায় ১০ বল ১৮ করে বিদায় নেন। টিকতে পারেননি শেরফেন রাদারফোর্ডও। ৬৯ রানে ৫ উইকেট হারায় তারা।

এরপর ক্যারিবীয়দের হাল ধরেন পুরান-রাসেল। ২৯ বলে ৩৮ রান করেন পুরান। তিনি আউট হলে চার ছক্কায় ১৭ বলে ৩০ করে ম্যাচের লাগাম নিজেদের দিকে টানেন আন্দ্রে রাসেল। শেষে রোমারিও শেফার্ডের ২২ বলে ৩৫ ও গুডাকেশ মোতির ১৪ বলে ৩৫ রানে ভর করে ১৮৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাকিব মাহমুদ। ৩টি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট ঝুলিতে পুরেন জেমি ওভারটন ও লিয়াম লিভিংস্টোন।

রান তাড়ায় ঝড়ো শুরু করেন সল্ট ও উইল জ্যাকস। এর মাঝেই ১৭ রান করে বিদায় নেন জ্যাকস। পাওয়ার প্লেতে ৭৩ তুলে ফেলে ইংল্যান্ড। সল্টের রান তখন ২৬ বলে ৫৪! পরের ওভারে শেফার্ডের বলে মোতির দুর্দান্ত ক্যাচে বিদায় নেন বাটলার। বাকি সময়ে তাণ্ডব চালান সল্ট ও বেথেল।

শেফার্ডকে চার মেরে ৫৩ বলে শতরানে পা রাখেন সল্ট। ৯ চার ও ৬ ছক্কায় ৫৪ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। দুই বল পরই ছক্কা মেরে শতরানের জুটি পূর্ণ করেন বেথেল। সেই সঙ্গে ১৯ বল বাকি থাকতে দলকে নোঙ্গর করেন জয়ের বন্দরে।

ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববারই।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮২/৯ (পুরান ৩৮, রাসেল ৩০, শেফার্ড ৩৫) ইংল্যান্ড: ১৬.৫ ওভারে ১৮৩/২ (সল্ট ১০৩*, জ্যাকস ১৭, বেথেল ৫৮*) ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী। সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: ফিল সল্ট।