ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর প্রথম টেস্ট অ্যান্টিগায় এবং ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় অনুষ্ঠিত হবে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য রোববার রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডে মিস করা মুশফিক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই টেস্ট সিরিজেও থাকছেন না। চোটের কারণে তাকে রাখা হয়নি। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন কিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। এক্স-রে করার পর তার বাঁহাতের তর্জনীতে চিড় ধরা পড়ে। ৯৪ টেস্ট খেলা মুশফিক অতি দ্রুত একশ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু ইনজুরিতে তার অপেক্ষা বাড়ছে।
স্কোয়াডে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে অনুশীলনের সময় মাথায় আঘাত পান জাকের। এরপর তাকে খেলানো হয়নি।এক টেস্ট পরই অনভিষিক্ত খেলোয়াড়কে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। তার জায়গায় চট্টগ্রাম টেস্ট খেলা মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়েও ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল।
সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান। চার পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ। শরিফুল, তাসকিন, হাসানের সঙ্গে আছেন নাহিদ। এছাড়া তাইজুলের সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে আছেন হাসান মুরাদ।
বাংলাদেশ দলের বেশির ভাগ সদস্য ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেবে দুবাই থেকে। আফগানিস্তানের বিপক্ষে যারা ওয়ানডে খেলছেন না, মুমিনুল-মাহমুদুল-সাদমান-তাইজুলের মতো টেস্ট ক্রিকেটাররা দুবাইয়ে যোগ দেবেন দলের সঙ্গে।
মাঠে নামার আগে অ্যান্টিগায় একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫-১৯ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর মূল মঞ্চে মাঠে নামবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাশ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।