কাফ ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন নিউ জিল্যান্ড পেসার লোকি ফার্গুসন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ফার্গুসনের চোটের খবর আসে।
এই সিরিজের আগে চোট থেকে ফিরেছিলেন ডানহাতি পেসার। ডানপায়ের হ্যামস্ট্রিং চোটে ভুগছিলেন লম্বা সময়। কিন্তু বেশিদিন মাঠে থাকতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে যায় কিউইরা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হতো তাদের। ফার্গুসন ম্যাচে হ্যাটট্রিক করে দলকে দারুণ এক জয় এনে দেন। ১০৮ রানে শ্রীলঙ্কাকে আটকে হয়েছিলেন ম্যাচ সেরাও। কিন্তু ম্যাচ জয়ের পরপরই চোট নিয়ে দুঃসংবাদ পান এই পেসার।
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে পায়ের স্ক্যান করাবেন ফার্গুসন। ওই রিপোর্ট পাওয়ার পর তার পুনর্বাসনের প্রক্রিয়া ঠিক হবে। এদিকে তার পরিবর্তে নিউ জিল্যান্ড থেকে শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হচ্ছে অ্যাডাম মিলনেকে। মঙ্গলবার তার ডাম্বুলায় পৌঁছানোর কথা রয়েছে।
আগামী ১৩ নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে।
নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা লোকি ফার্গুসনকে হারিয়েছি। মাত্র দুই ওভার বোলিং করে সে বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য কত বড় সম্পদ। আমাদের বোলিং আক্রমণের নেতৃত্বেও রয়েছেন তিনি। আমরা অতি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে তাকে মিস করতে যাচ্ছি। সফরের শুরুতে এমন গুরুত্বপূর্ণ কাউকে হারানো কঠিন। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে।’
অ্যাডাম মিলনেকে নিয়ে স্টিড বলেছেন, ‘অ্যাডাম দলে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে আসছে যার অনেক সময়ের অভিজ্ঞতা রয়েছে। আমরা তাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত।’ ২০১৬ সালে অভিষেকের পর ফার্গুসন এক টেস্ট, ৬৫ ওয়ানডে এবং ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন। সাদা বলের ক্রিকেটে ফার্গুসন নিউ জিল্যান্ড দলে অটোমেটিক চয়েজ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে অনন্য রেকর্ড গড়েন। কিন্তু সফরের শেষটা হলো বিষাদময়।