খেলাধুলা

শান্ত নাকি মিরাজ, কাকে অধিনায়ক চান বাশার 

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার পর মূলত আলোচনার শুরু। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই বিষয়ে সুরাহা হওয়ার কথা থাকলেও হয়নি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে অধিনায়ক রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শান্ত নেতৃত্বে না থাকলে কে হবেন অধিনায়ক? এমন আলোচনায় সবচেয়ে এগিয়ে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শান্ত চোটে থাকায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় ওয়ানডেতে মিরাজের অধিনায়কত্বের অভিষেক হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তার কাঁধে আসতে পারে নেতৃত্বের ভার।

শান্ত-মিরাজের মধ্যে কাকে নেতৃত্বে দেখতে চান সাবেক  নির্বাচক হাবিবুল বাশার সুমন? মঙ্গলবার (১২ নভেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এমন প্রশ্নের মুখে পড়েন বাশার। তার মতে মিরাজের সামর্থ্য আছে, শান্তও ভালো করছেন। কিন্তু কে হবে অধিনায়ক এই বিতর্কে তিনি যেতে চান না।

‘শান্ত-মিরাজ এই চিন্তা-ভাবনাই আমাদের যাওয়া ঠিক হবে না। যেই ক্যাপ্টেনসি করুক তার উপর ভরসা রাখা উচিত। আমরা যদি বিতর্ক শুরু করে দেই, এটা আমাদের জন্য ভালো নয়।’

‘মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনি ভালো করবেন, শান্ত খুব ভালো করছে, আমার মনে হয় এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয়, কে ক্যাপ্টেন হতে পারে, কে হবে এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি’ -আরও যোগ করেন বাশার।

গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজের নেতৃত্বে আফগানদের কাছে বাংলাদেশ হারে ৫ উইকেটে। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরে করেছেন ফিফটি। যদিও ধীরগতির ব্যাটিংয়ে খেসারত দিতে হয়েছে হার দিয়ে।

মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখেছেন বাশার? ‘মিরাজতো নতুন ক্যাপ্টেন নয়। সে আগেও ক্যাপ্টেন্সি করেছে। ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতো। ক্যাপ্টেন্সি আমরা আগেও দেখেছি। ডেফিনিটলি খুব ভালো করেছে গত ম্যাচেও।’

মিরাজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বিপিএলেও নেতৃত্ব দেওয়া অভিজ্ঞতা রয়েছে। তার সামর্থ্যের প্রতি রয়েছে বাশারের অগাধ বিশ্বাস।

‘যেটা বললাম মিরাজ কিন্তু নতুন ক্যাপ্টেন নয়, ক্যাপ্টেন্সি করার তার ভালো সামর্থ্য আছে, বয়সভিত্তিক দলে আমরা দেখেছি, ঘরোয়া ক্রিকেটে দেখেছি, যখন দায়িত্ব দেওয়া হয় তিনি ভালো করে থাকেন।’ 

বাংলাদেশের সিরিজ হার নিয়েও মুখ খুলেছেন বাশার। তার মতে বাংলাদেশের শুরুটা ভালো হলে ভিন্ন কিছু হতে পারতো।

‘প্রথম দুই ম্যাচে দেখে মনে হয়েছে ২৩০ প্লাস পার স্কোর। কিন্তু গত ম্যাচের উইকেটটা ভিন্ন ছিল, মনে হয় ভালো ছিল। এই ম্যাচে উইকেট একটু ভালো ছিল, আমরা যদি শুরুতে উইকেট না হারাতাম ২৬০ কিংবা ২৭০ করতে পারতাম। ১০-২০ রানের পার্থক্যটা হয়তো বেশি হয়ে গেছে’ -বলেছেন বাশার।