অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ায় টেস্ট সিরিজ শেষ হয়ে যায় শান্তর।
সহ-অধিনানয়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে। কিন্তু শান্তর বিকল্প ক্রিকেটার কে? বিসিবির একটি সূত্র রাইজিংবিডিকে জানিয়েছে, শান্তর পরিবর্তে উইন্ডিজে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
গতকাল টেস্ট দলের সদস্যরা উইন্ডিজের পথে উড়াল দিয়েছেন। আর যারা ওয়ানডে দলে ছিলেন তারা যাচ্ছেন দুবাই থেকে। এখনো ভিসা হয়নি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। দিপু-অঙ্কনের একসঙ্গে উইন্ডিজের বিমান ধরার কথা রয়েছে।
লন্ডন অথবা যুক্তরাষ্ট্র হয়ে ক্যারিবীয় দ্বীপে যেয়ে থাকে বাংলাদেশ দল। এবার লন্ডনের ভিজিট ভিসা নিয়ে দেশটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। বিসিবি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভিসা হয়নি অঙ্কনের। শেষ মুহুর্তে নাম দেওয়ায় দিপুরও বিলম্ব হচ্ছে।
গত বছরের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত খেলেছেন ৪টি টেস্ট। সবশেষ খেলেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। চার টেস্টে ১৪.৭৫ গড়ে করেছেন ১১৮ রান।
ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বিবেচিত হননি এই ডানহাতি ব্যাটার। এবার চলমান এনসিএলে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করেন চট্টগ্রামকে নেতৃত্ব দেওয়া দিপু। ১১৬ রানের এই ইনিংসে পুনরায় জাতীয় দলের দরজা খোলে তার জন্য।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫-১৯ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে জ্যামাইকায়, ৩০ নভেম্বর থেকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাশ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।