ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে আছেন যুজবেন্দ্র চাহাল। ৮০ ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন ৯৬টি। ৯০ উইকেট নিয়ে তার পরের অবস্থানে ছিলেন ভুবনেশ্বর কুমার। যিনি ৮৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯০টি। আর জাসপ্রিত বুমরাহ ৭০ ম্যাচে ৮৯ উইকেট নিয়ে ছিলেন তৃতীয় স্থানে।
কিন্তু বুধবার (১৩ নভেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আরশদীপ সিং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। এর মধ্য দিয়ে তিনি বুমরাহ ও ভুবনেশ্বরকে পেছনে ফেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছেন। মাত্র ৫৯ ম্যাচ খেলে ৯২ উইকেট নিয়ে চাহালের পরের অবস্থানে আছেন তিনি।
গতকাল চাপের মধ্যেও শেষ ওভারে বিধ্বংসী ব্যাটিং করা মারকো জানসেনকে আউট করে ভারতকে জেতান আরশদীপ। তাতে চার ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তার আগে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রায়ান রিকেলটনকে বোল্ড করে প্রোটিয়াদের ইনিংসে প্রথম আঘাত করেন। এরপর হেনরিক ক্লাসেনের মতো ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ রাখা ব্যাটসম্যানকেও আউট করেন তিনি।
চতুর্থ ও শেষ ম্যাচে তিনি চারটি উইকেট নিতে পারলে ছুঁয়ে ফেলবেন চাহালকে। হয়ে যাবেন যৌথভাবে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।