খেলাধুলা

ভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি ট্যুর বাতিল করলো আইসিসি

দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তাই নিয়ে গোটা দেশে চলছে উৎসবের আমেজ। সেই আমেজ আরও বাড়িয়ে দিতে এবং ক্রিকেটপ্রেমীদের সম্পৃক্ত করতে আগামীকাল শনিবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এর ট্রফি ট্যুর। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ট্রফিটি পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল কোন কোন শহরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটা ঘুরবে। সেটা প্রকাশ করার পর পরই তিনটি শহরে ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তাদের আপত্তির কারণে আইসিসি আজ শুক্রবার সেই তিনটি শহরকে ট্রফি ট্যুর থেকে বাতিল ঘোষণা করেছে। আইসিসির এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দেশের সরকারকে জানিয়েছে।

শহর তিনটি হলো, গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কারদু, বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন এরিয়া মুউরি ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ। এসব জায়গা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ও উত্তেজনা রয়েছে।

শনিবার স্কারদু উপত্যাক্যা থেকেই শুরু হওয়ার কথা ছিল ট্রফি ট্যুর। এরপর কে২ বেইজ ক্যাম্প, মুরি, হুনজা ও মুজাফ্ফরাবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের আপত্তির কারণে এই ট্যুরে পাকিস্তান কোনো পরিবর্তন আনে কিনা দেখার বিষয়।

এদিকে এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের সূচি প্রকাশের আগেই শুরু হচ্ছে ট্রফি ট্যুর। যদিও সূচি ফাইনাল হয়েছে আগেই। চলতি মাসের ১১ তারিখ সেটা প্রকাশ করার কথা ছিল। কিন্তু ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে না আসার সিদ্ধান্ত জানানোর পর আইসিসি সূচি প্রকাশে দেরি করছে।