আজ শনিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি ট্যুর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হয় এই ট্যুর। আজ ইসলামাবাদের বেশ কয়েকটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে। এ সময় ট্রফি ট্যুরের সঙ্গে থাকবেন শোয়েব আখতার।
আগামীকাল এই ট্রফি যাবে টাক্সিলা ও খানপুরে। ১৮ তারিখ যাবে অ্যাবোটাবাদে। ১৯ নভেম্বর যাবে মুরিতে। ২০ তারিখ ট্রফি যাবে নাথিয়া গালি শহরে। এরপর ২২ থেকে ২৫ নভেম্বর থাকবে করাচিতে।
পাকিস্তানের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়া বাকি আটটি দেশেও যথারীতি যাবে এই ট্রফি।
আগামী ২৬ নভেম্বর ট্রফি যাবে আফগানিস্তানে। সেখানে ২৮ নভেম্বর পর্যন্ত থাকবে। সেখান থেকে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশেও আসবে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি। থাকবে ১৩ তারিখ পর্যন্ত। এই সময়ে ঢাকা ছাড়াও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারেও যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের পর আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর থাকবে দক্ষিণ আফ্রিকায়। এরপর ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায়, ৬ থেকে ১১ জানুয়ারি নিউ জিল্যান্ডে, ১২ থেকে ১৪ জানুয়ারি ইংল্যান্ডে, ১৫ থেকে ২৬ জানুয়ারি ভারতে এবং ২৭ জানুয়ারি যথারীতি আবার পাকিস্তানে ফিরবে ট্রফি।
ট্রফি ট্যুর শুরু হলেও এখনও চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। সূচি পুরোপুরি প্রস্তুত থাকলেও পাকিস্তানে খেলতে আসতে ভারতের আপত্তির কারণে উদ্ভুত পরিস্থিতে সূচি প্রকাশ করছে না আইসিসি। কবে করবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। চলবে ৯ মার্চ পর্যন্ত।