খেলাধুলা

রোহিতও নেই পার্থ টেস্টে, অধিনায়ক বুমরাহ

ইনজুরির কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন শুভমান গিল। এবার রোহিত শর্মাকেও পাওয়া যাচ্ছে না প্রথম টেস্টে। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন রোহিত। সে কারণে আগেই তিনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও নির্বাচকদের কাছ থেকে ছুটি চেয়ে রেখেছিলেন।

কিন্তু অপেক্ষায় ছিলেন সন্তান ভূমিষ্ট হওয়ার সময়টা যদি এগিয়ে আসে কিংবা পিছিয়ে যায় সেটার। কিন্তু তেমনটি হচ্ছে না। আগামী শুক্রবার যেদিন পার্থে ভারত প্রথম টেস্টে মাঠে নামবে সেদিনই তিনি দ্বিতীয় সন্তানের বাবা হবেন। সে কারণে খেলা হচ্ছে না তার।

এদিকে প্রথম টেস্টে রোহিত না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড পরবেন তার সহকারী জাসপ্রিত বুমরাহ। এর আগে বুমরাহ অবশ্য ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২১-২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। সেবার রোহিত করোনা আক্রান্ত হয়েছিলেন।

রোহিত ও গিল না থাকায় ভারতকে তাদের প্রথম পছন্দের দুইজন খেলোয়াড়কে ছাড়াই খেলতে হবে। সেক্ষেত্রে রোহিতের জায়গায় লোকেশ রাহুল কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ইশ্বরন যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামতে পারেন। এমনও হতে পারে তারা দুজনই সুযোগ পেয়ে যেতে পারেন প্রথম টেস্টের একাদশে।

তাদের বাইরে একাদশে আসার সম্ভাবনার মধ্যে আছেন দেবদূত পাড্ডিকালও। যিনি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় দুটি চারদিনের ম্যাচ খেলেছেন। গেল বছরের শুরুতে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়েছিল।

ভারত যদি রোহিত ও গিলের অবর্তমানে তাদের ব্যাটিং ইউনিট শক্তিশালী করতে চায় তাহলে একাদশে আনতে পারে পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও অলরাউন্ডার হরষিত রানাকে। দুজনেই অবশ্য অভিষেকের অপেক্ষায় আছেন।

এখন দেখার বিষয় গৌতম গাম্ভীর কোচ হিসেবে তার প্রথম বিদেশ সফরের প্রথম টেস্টটির একাদশ কিভাবে সাজান। আর সেই একাদশ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে কেমন করে।