খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

অ‌্যান্টিগায় চারদিনের প্রস্তুতি ম‌্যাচ ছিল। সেটা নামিয়ে আনা হয়েছে দুদিনে। টানা দুই টেস্ট খেলার আগে বাংলাদেশ দল চায়নি চারদিনের প্রস্তুতি ম‌্যাচ খেলতে। কুলিজ ক্রিকেট গ্রাউন্ড মাঠে বাংলাদেশ সময় রোববার (১৭ নভেম্বর) রাত ৮টায় দুদিনের সেই প্রস্তুতি ম‌্যাচ শুরু হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে আগে ব‌্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে আছেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। এই প্রতিবেদন লিখা পর্যন্ত ৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান। প্রস্তুতি ম‌্যাচ হওয়ায় স্কোয়াডে থাকা সব ক্রিকেটার ব‌্যাটিং ও বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। 

এবারের সফর থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিমন ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর পরিবর্তে দলকে কে নেতৃত্ব দেবেন বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে আজকের প্রস্তুতি ম‌্যাচে টস করেছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ধরে নেওয়াই যায়, ওয়ানডের পর মিরাজ টেস্ট নেতৃত্বেরও স্বাদ পেতে যাচ্ছেন।

শুধু শান্তই নন, এই সিরিজে নেই মুশফিকুর রহিমও। দুজনই ইনজুরিতে ছিটকে গেছেন। ২০২২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। এই ম্যাচ দিয়ে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরবে সাবিনা পার্কে।